Partha Chatterjee

জামিনের আবেদন মঞ্জুর হল না পার্থের, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই প্রাক্তন মন্ত্রী, অর্পিতাও

এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ভার্চুয়াল শুনানি ছিল বুধবার। পার্থ জামিনের আবেদন করলেও অর্পিতা জামিন চাননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৩:৩৬
Share:

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতকে জানিয়েছেন, প্রাক্তন মন্ত্রী শারীরিক ভাবেও অসুস্থ। অর্পিতার আইনজীবীরা জামিন চাননি। ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৭:৫৫ key status

সশরীরে হাজিরার আবেদনও মঞ্জুর হল না

ভার্চুয়াল শুনানির বদলে আদালতে হাজির হয়ে শুনানিতে যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন পার্থ এবং অর্পিতার আইনজীবী। পার্থ তাঁর আইনজীবীর মাধ্যমে এ-ও জানিয়েছিলেন যে, আদালতে সশরীরে হাজির হওয়া তাঁর মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তা থেকে যেন তাঁকে বঞ্চিত না করা হয়। কিন্তু আদালতের নির্দেশে দেখা গেল পার্থ এবং অর্পিতা দু’জনকেই ভার্চুয়াল শুনানির অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ জেলের বাইরে বেরোনোর ইচ্ছে পূরণ হল না পার্থ-অর্পিতার।

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৭:৫২ key status

পার্থ-অর্পিতার ১৪ দিনের জেল হেফাজত

১৪ সেপ্টেম্বর পর্যন্ত পার্থ এবং অর্পিতার জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। পার্থ আদালতে জামিনের আবেদন করেছিলেন। অর্পিতা করেননি। ফলে অর্পিতা যে জেল হেফাজতেই থাকবেন তা জানা ছিল। এ দিকে, পার্থ আদালতকে বলেছিলেন, তিনি যে কোনও মূল্যে জামিন চান। তাই দেখার ছিল তিনি জামিন পেলেন কি না। শেষ পর্যন্ত দেখা গেল জামিন পাননি পার্থ। তাঁকে আগামী ১৪ দিন জেলেই বন্দি থাকতে হবে।    

Advertisement
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৫:৩৩ key status

পার্থ এবং অর্পিতার ভার্চুয়াল শুনানি শেষ

পার্থ এবং অর্পিতার ভার্চুয়াল শুনানি শেষ, কিছু পরেই নির্দেশ দেবে আদালত। তখনই জানা যাবে, পার্থ জামিন পাবেন কি না। না কি তাঁকে আবার জেল হেফাজতে পাঠানো হবে। প্রসঙ্গত, অর্পিতার তরফে জামিনের আবেদন জানানো হয়নি। ফলে তিনি যে জেল হেফাজতেই থাকবেন, তা নিশ্চিত। পরের দফায় কত দিন, সেটাই জানাবে আদালত। 

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৪:৫০ key status

যে ফার্ম হাউসের কথা বলা হচ্ছে, তাতে আমার নাম নেই: পার্থ

জামিন চেয়ে পার্থ বললেন, ‘‘যে ফার্ম হাউসের কথা বলা হচ্ছে, তাতে আমার নামে কিছু নেই। অছি হিসাবে আমার কোনও পরিবারের সদস্যেরও নাম নেই। পরিবারের সদস্য বলতে এক জনই। তিনি বিবাহিত এবং আমেরিকায় থাকেন।’’ 

Advertising
Advertising
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৪:৩৯ key status

পার্থের জামিনের পাল্টা সিম্বায়োসিস নামে একটি সংস্থার প্রসঙ্গ তুলল ইডি

পার্থের জামিনের আবেদনের পর আদালতকে সিম্বায়োসিস নামে একটি সংস্থার কথা জানাল ইডি। এই সংস্থার শেয়ার ২.৭ কোটি টাকায় বিক্রি হয়েছে বলে দাবি ইডির। তারা জানিয়েছে, এই সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। অপা ইউটিলিটি নামের সংস্থাটির জমি কিনতেও ভুয়ো সংস্থার নাম ব্যবহার করা হয়েছে। 

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৪:৩৩ key status

যে কোনও মূল্যে জামিন চাইছি: পার্থ

আদালতে পার্থের আবেদন, ‘‘আমি যে কোনও মূল্যে জামিন চাইছি।’’ পার্থ বললেন, ‘‘আমি অসুস্থ। আমি প্রভাবশালীও নেই। কোনও পদ নেই আমার। দরকারে বাড়িতে নজরবন্দি করে রাখুন।’’ পার্থের আর্জি, তাঁর চিকিৎসা দরকার, বাড়িতে থেকে সেই চিকিৎসা চলুক। 

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৪:১৫ key status

অর্পিতা জামিনের আবেদন করলেন না

অর্পিতার আইনজীবী জানিয়েছেন, তিনি জামিন চান না। তবে পার্থের মতোই অর্পিতারও আদালতে সশরীরে হাজিরার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।   

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৪:১১ key status

৪২ দিন ধরে হেফাজতে পার্থ: আইনজীবী

পার্থের জামিনের আবেদনের বিরুদ্ধে ইডির যুক্তির পাল্টা তাঁর আইনজীবীরা বললেন, উনি ৪২ দিন ধরে হেফাজতে রয়েছেন। ওঁর শারীরিক সমস্যার জন্য রোজ ১৭টি করে ওষুধ খেতে হয়। তা ছাড়া উনি কোনও সরকারি পদেও নেই।

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৪:০৩ key status

জমি কেনার ক্ষেত্রেও ভুয়ো সংস্থার নাম ব্যবহার করা হয়েছিল: ইডি

তদন্তে নেমে বহু ফ্ল্যাট এবং জমির সন্ধান পাওয়া গিয়েছে। ইডি-র দাবি সেই সব সম্পত্তি কেনার ক্ষেত্রেও ভুয়ো সংস্থাকে ব্যবহার করা হয়েছিল। 

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৩:৫৮ key status

আতশকাচের তলায় ১০০টি অ্যাকাউন্ট: পাল্টা যুক্তি ইডির

পার্থের আইনজীবীদের পাল্টা যুক্তি দিয়ে ইডি বলল, আরও ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। অন্তত ১০০টি অ্যাকাউন্ট এখনও আতশকাচের তলায়। তদন্তে জানা গিয়েছে, ওই সব ভুয়ো সংস্থায় ‘ডামি ডিরেক্টর’ তৈরি করা হত। ওই পদের জন্য তাঁদের ১৫ হাজার টাকা দেওয়া হত।  

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৩:৫৫ key status

টাকা, এলআইসি কিছুই পাওয়া যায়নি: পার্থের আইনজীবী

পার্থের আইনজীবীরা বললেন, ‘‘ওঁর বাড়ি থেকে তো টাকা বা এলআইসি কিছুই পাওয়া যায়নি। এমনকি, তদন্তে যে সমস্ত ভুয়ো সংস্থার কথা উঠে এসেছে তার মালিকানা বা শেয়ারও ওঁর নামে নয়।’’ 

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৩:৪৬ key status

আমি আদালতে সশরীরে হাজিরা দিতে চাই: পার্থ

আদালতকে পার্থ জানালেন, ভার্চুয়ালি নয়, তিনি কোর্টে সশরীরে হাজিরা দিতে চান। পার্থ বললেন, ‘‘আদালতে সশরীরে হাজির হওয়া আমার মৌলিক অধিকার।’’ 

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৩:৪৪ key status

পার্থ শারীরিক ভাবে অসুস্থ, আদালতকে বললেন তাঁর আইনজীবী

পার্থের নানা শারীরিক অসুস্থতার কথা আদালতকে জানালেন তাঁর আইনজীবী। তাঁরা জানিয়েছেন, পার্থের রক্তাল্পতার সমস্যা রয়েছে। হিমোগ্লোবিন কম। ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি। প্রাক্তন মন্ত্রীর শ্বাসকষ্টের সমস্যাও আছে বলে আদালতকে জানিয়েছেন আইনজীবীরা। আদালতকে আইনজীবীরা বলেন, পার্থের শিরদাঁড়াতেও সমস্যা রয়েছে। 

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৩:৪০ key status

পার্থের জামিনের আবেদন করলেন আইনজীবীরা

 এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন চেয়ে আবেদন করলেন আইনজীবীরা। আদালতের কাছে তাঁদের প্রশ্ন প্রাক্তন মন্ত্রীর জামিনে আপত্তি কোথায়?

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৩:৩৯ key status

পার্থ এবং অর্পিতার ভার্চুয়াল শুনানি শুরু

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ভার্চুয়াল শুনানি শুরু হল আদালতে। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে উপস্থিত পার্থ এবং অর্পিতা দু’জনেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement