Partha Chattejee

SSC recruitment scam: দেড় ঘণ্টার ‘রহস্যময়’ যাত্রা! ঘুরপথে নাকতলা থেকে জোকায় পার্থকে নিয়ে গেল ইডি

বার বার বদল হল ইডির গাড়ির গতিপথ। ক্ষণে ক্ষণে বদলাল রাস্তা। কেন এই ধাঁধা তৈরি করল ইডি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১২:৪৪
Share:

কেন এতটা ঘুরে পার্থকে নিয়ে যাওয়া হল সিজিও কমপ্লেক্সে? গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ঘটনাবহুল শনিবার। শুক্রবার সারা দিন ও রাত টানটান উত্তেজনার পর শনিবার সকালেই এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডি সূত্রে প্রথমে জানা যায়, নাকতলার বাড়ি থেকে মন্ত্রীকে নিয়ে যাওয়া হবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। কিন্তু কয়েক মিনিট পরেই আসে নতুন খবর। মন্ত্রীকে সরাসরি তোলা হবে আদালতে! কিন্তু আবারও বদলে যায় গন্তব্য। গাড়ি বেঁকে যায় বেহালার দিকে। পার্থের অফিসেও যাননি ইডি আধিকারিকেরা। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে? ধোঁয়াশা আর রহস্য।

Advertisement

ক্ষণে ক্ষণে বদলাল রাস্তা। না সিজিও কমপ্লেক্স, না হাসপাতাল, না ইডির গাড়ি গেল নিজাম প্যালেস। শনিবার সকাল ১০টা নাগাদ পার্থকে তাঁর নাকতলার বাড়ি থেকে গাড়িতে তোলার পর প্রায় দেড় ঘণ্টা বিভিন্ন রাস্তায় ‘ঘুরলেন’ ইডির আধিকারিকেরা। শেষে সাড়ে ১১টা নাগাদ গাড়ি গিয়ে থামে জোকা ইএসআই হাসপাতালের সামনে। সেখানে ডাক্তারি পরীক্ষা হয় রাজ্যের শিল্পমন্ত্রীর।

এই দেড় ঘণ্টায় পার্থকে নিয়ে ইডির গাড়ির গতিপথ বার বার বদল কেন, সে ধাঁধার উত্তর মেলেনি। কিন্তু দেড় ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটারের এই যাত্রা ছিল রহস্যে মোড়া। প্রথমে অবশ্য জানা গিয়েছিল, পার্থকে নিয়ে যাওয়া হবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। কিন্তু পাটুলি মোড় হয়ে বাইপাস ধরে এগোতে এগোতে হঠাৎই সায়েন্স সিটি মোড় থেকে বাঁক নেয় ইডির গাড়ি। এর পর সোজা মা ফ্লাইওভার ধরে এজেসি বোস রোড ধরে ছুটতে থাকে গাড়ি।

Advertisement

মাঝখানে কমে যায় গাড়ির গতি। তা হলে এ বার গন্তব্য কোথায়? নিজাম প্যালেস নাকি এসএসকেএম হাসপাতাল। হাসপাতালে শারীরিক পরীক্ষার পর কি সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে মন্ত্রীকে? কিন্তু না। এ বার তারাতলা হয়ে ডায়মন্ড হারবার রোড ধরে ইডির গাড়ি। বেহালায় পার্থের অফিসের সামনে দিয়ে গিয়েও সেখানে দাঁড়াল না গাড়ি। ঢুকল জোকা ইএসআই হাসপাতালে।

এই ইডি ‘সফর’-এর শুরুটা অবশ্য শুক্রবার। প্রথমে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতে পৌঁছয় ইডি। তার অব্যবহিত পরে খবর পাওয়া যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিংহ এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও হানা দেয় ইডি। তার মধ্যেই খবর পাওয়া যায় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও তদন্তে যান ইডি আধিকারিকরা। প্রায় ২৬ ঘণ্টা পার্থকে জিজ্ঞাসাবাদ চলে। শনিবার সকালে সিবিআই সূত্রে জানা যায়, তদন্তে সহযোগিতা করছেন না তৃণমূলের মহাসচিব। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement