Spurned Lover

বিয়েতে ‘না’, রাস্তায় প্রেমিকার উপর হামলা প্রেমিকের, প্রাণ গেল দ্বাদশ শ্রেণির ছাত্রীর

এ দিন সকালে একটি সাইকেলে করে যাচ্ছিল প্রেরণা। রাস্তায় মোটর বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল ছেলেটি। তার পর...

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ১৬:১১
Share:

নিহত প্রেরণা মাইতি। —নিজস্ব চিত্র।

প্রেমে প্রত্যাখাত হয়ে প্রেমিকার উপর হামলা চালাল প্রেমিক। রাস্তার উপর সেই হামলায় প্রাণ গেল প্রেমিকার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া স্টেশন রোড এলাকায়।

Advertisement

সতেরো বছরের প্রেরণা মাইতি পাঁশকুড়ার বার্লিবাড় স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। স্কুলে মেধাবী ছাত্রী হিসাবে পরিচিত সে।

প্রেরণার মা উষারানীর অভিযোগ, গত কয়েকমাস ধরেই পাঁশকুড়া কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সমীর সাহু উত্যক্ত করছিল তাঁর মেয়েকে। পড়াশোনার জন্য পাঁশকুড়ার একটি মেসে থাকত প্রেরণা। সেখানেও এসে বিরক্ত করত।

Advertisement

ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন

আরও পড়ুন: বাধ্যতামূলক হাজিরা ঘিরে গোলযোগের পিছনেও ‘ভর্তি-দাদা’রা!

উষারাণী বলেন,“ছেলেটির উৎপাতের জ্বালায় মেসবাড়ি ছাড়তে বাধ্য হয় মেয়ে।” প্রেরণার কাকা অভিজিৎ দাস বলেন, “গোটা বিষয়টি আমরা ছেলেটির বাবাকে জানাই। কিন্তু তার পরও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।” প্রেরণার পরিবারের দাবি, ছেলেটির পরিবারকে অভিযোগ জানিয়েও যখন কোনও ফল না হওয়ায় তাঁরা পুলিশেও অভিযোগ জানিয়েছিলেন। অভিজিৎ বলেন, “পুলিশও কোনও ব্যবস্থা নেয়নি। উল্টে ছেলেটিকে ডেকে মিটমাট করে নিতে বলে। ছেলের দাদা পাঁশকুড়া থানাতেই সিভিক ভলান্টিয়ার। তাই পুলিশ নিষ্ক্রিয় ছিল।”

পরিবারের অভিযোগ, এর পর থেকে ছেলেটি আরও বেশি উত্ত্যক্ত করা শুরু করে। স্কুলের গেটে দাঁড়িয়ে থাকা বা রাস্তায় ফলো করা। এর মধ্যে মঙ্গলবার দিনই ছেলেটির বাবা প্রেরণাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। প্রেরণার পরিবার সেই প্রস্তাব ফিরিয়ে দেন কারণ মেয়ের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে।

অভিজিৎ বলেন,“ এ দিন সকালে একটি সাইকেলে করে যাচ্ছিল প্রেরণা। রাস্তায় মোটর বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল ছেলেটি। আশে পাশের লোকজনের কাছ থেকে জানতে পেরেছি সেই সময় ছেলেটি প্রেরণাকে বার বার ডাকে। তাতে মেয়ে কোনও সাড়া দেয়নি। তখনই মেয়ের সাইকেলের পেছনে মোটর বাইকে এসে আচমকা মেয়ের চুলের মুঠি টেনে ধরে। আর তাতেই ভারসাম্য রাখতে না পেরে সাইকেল থেকে পড়ে যায় প্রেরণা। মাথায় গুরুতর আঘাত লাগে।”

আরও পড়ুন: হোমগার্ডের চাকরি, অখুশি প্রাক্তন জঙ্গির ক্ষোভ জানালেন ফেসবুকে

প্রেরণা পড়ে যাওয়ার পর কোনও গাড়ি ধাক্কা মেরেছে কি না, সেটা এখনও স্পষ্ট নয়। তবে পথচলতি মানুষ যখন প্রেরণাকে উদ্ধার করেন তখন তার মাথায় গভীর ক্ষত। তমলুক হাসপাতালে নিয়ে গেলে তাকে মত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রেরণার পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেছে।

(দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি, নদিয়া-মুর্শিদাবাদ, সহ দক্ষিণবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর, বাংলার বিভিন্ন প্রান্তের খবর পেয়ে জান আমাদের রাজ্য বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement