BJP

ঝাড়খণ্ড ভোটে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বিজেপির বিতর্কিত ভিডিয়ো, সরাতে নির্দেশ দিল কমিশন

জেএমএম এবং কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন মঙ্গলবার বিকেলে সমাজমাধ্যম থেকে ওই বিতর্কিত ভিডিয়ো সরানোর নির্দেশ দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২৩:২৮
Share:

—প্রতীকী চিত্র।

দ্বিতীয় তথা শেষ দফার ভোটের আগে ঝাড়খণ্ডে বিতর্কে উস্কে দিল বিজেপির বিতর্কিত ভিডিয়ো। জেএমএম এবং কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন মঙ্গলবার বিকেলে সমাজমাধ্যম থেকে ওই বিতর্কিত ভিডিয়ো সরানোর নির্দেশ দিয়েছে।

Advertisement

ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় গত ১৩ নভেম্বর ৪৩টিতে ভোটগ্রহণ হয়েছিল। বুধবার হবে বাকি ৩৮টিতে। সে রাজ্যে ভোটের প্রচারে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতারা ধারাবাহিক ভাবে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জেএমএম-কংগ্রেস-আরজেডির ‘মহাগঠবন্ধন’ বিরুদ্ধে জমি কেলেঙ্কারি, দুর্নীতির পাশাপাশি ‘জমি জিহাদে’ মদত দেওয়ার অভিযোগ তুলেছে। সেই প্রচারের মূল নিশানা বাংলাদেশি অনুপ্রবেশ।

বিতর্কিত ভিডিয়োটিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে একটি নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠীকে চিহ্নিত করা হয়েছে বলে অভিযোগ। ঝাড়খণ্ডে এ বারের ভোটপ্রচারে অনুপ্রবেশ নিয়ে ‘মহাগঠবন্ধন’ সরকারকে কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অভিযোগ, জনজাতির সর্বস্ব হরণ করে অনুপ্রবেশকারীদের (বাংলাদেশি) জায়গা দেওয়া হচ্ছে। এটা গভীর ষড়যন্ত্র। বিরোধী জোটের অভিযোগ, অনুপ্রবেশের কথা বলে কৌশলে ধর্মীয় মেরুকরণ উস্কে দিতে চাইছেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement