Ashton Agar

কাঁধে চোট পেয়েও মাঠে, এক হাতেই ব্যাট করলেন অসি ক্রিকেটার

কাঁধে চোট পেয়েছিলেন অ্যাস্টন অ্যাগার। কিন্তু তার পরেও মাঠ ছাড়েননি তিনি। এক হাতেই ব্যাট করতে নামেন। তাঁর সাহসের প্রশংসা করেছেন প্রতিপক্ষ ক্রিকেটারেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২২:৫৪
Share:

এক হাতে ব্যাট করছেন অ্যাস্টন অ্যাগার। শেফিল্ড শিল্ডের ম্যাচে। ছবি: ভিডিয়ো থেকে।

ব্যাট করতে নেমে প্রথম বলটাই লেগেছিল বাঁ কাঁধে। বেশ কিছু ক্ষণ মাঠে চিকিৎসা হয় অ্যাস্টন অ্যাগারের। মাঠ ছেড়ে বার করে নিয়ে যাওয়া হয় তাঁকে। দেখে মনে হচ্ছিল আর ফিরতে পারবেন না তিনি। কিন্তু ৯ উইকেট পড়ার পর ব্যাট করতে নামেন অ্যাগার। এক হাতেই ব্যাট করেন তিনি। তাঁর সাহসের প্রশংসা করেছেন প্রতিপক্ষ ক্রিকেটারেরা।

Advertisement

ঘটনাটি ঘটেছে শেফিল্ড শিল্ডের ম্যাচে। ভিক্টোরিয়ার সঙ্গে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার খেলা চলছিল। দ্বিতীয় ইনিংসে ৩১০ রানের মাথায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার নবম উইকেট পড়ে। সকলে ধরে নিয়েছিল ইনিংস শেষ। তখনই দেখা যায় অ্যাগার আবার ব্যাট করতে নামছেন। কোনও রকমে ডানহাত দিয়ে ব্যাট ধরেছিলেন তিনি। বেশির ভাগ বলই লাগাতে পারছিলেন না। কয়েকটি বল তাঁর শরীরেও লাগে। তবু হাল ছাড়েননি অ্যাগার। আরও ১৫ রান যোগ করেন তিনি।

স্যাম এলিয়টের বলের গতি বুঝতে পারেননি অ্যাগার। ঠিক সময়ে ব্যাট নামাতে পারেননি তিনি। ফলে বোল্ড হয়ে ফিরে যান। তিনি যখন সাজঘরে যাচ্ছেন, তখন প্রতিপক্ষ ক্রিকেটারেরা গিয়ে তাঁর পিঠ চাপড়ে দেন। দর্শকেরাও উঠে দাঁড়িয়ে হাততালি দেন।

Advertisement

ভিক্টোরিয়ার জেতার জন্য চতুর্থ ইনিংসে দরকার ছিল ১২০ রান। শুরুতে একটু সমস্যা হলেও মার্কাস হ্যারিস ও পিটার হ্যান্ডসকম্ব দলকে জিতিয়ে দেন। শেফিল্ড শিল্ডের পয়েন্ট তালিকায় শীর্ষে ভিক্টোরিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এক বনাম দুইয়ের লড়াইয়ে অবশ্য নজর কাড়লেন অ্যাগার। নজর কাড়ল তাঁর সাহস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement