Pathar Pratima

আশ্রয়স্থলে গ্রামবাসীরা, গর্ভবতী মহিলা ও কোভিড রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রাম পঞ্চায়েতের

পাথরপ্রতিমা ব্লকে ২১টি আশ্রয়স্থল তৈরি করেছে সরকার। ওই নিরাপদ স্থানে গ্রামবাসীদের সরিয়ে আনার কাজও শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২১ ২১:৩১
Share:

গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার।

বুধবার ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার কথা রাজ্যে। ইতিমধ্যে ঝড়ের প্রভাব দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় ওই এলাকার গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। তারই মধ্যে গর্ভবতী মহিলা ও কোভিড রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে দেখা গেল পাথরপ্রতিমায়।

Advertisement

পাথরপ্রতিমা ব্লকে ২১টি আশ্রয়স্থল তৈরি করেছে সরকার। ওই নিরাপদ স্থানে গ্রামবাসীদের সরিয়ে আনার কাজও শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় ৬০০ মানুষ আশ্রয় নিয়েছেন সেখানে। ওই বাসিন্দাদের জন্য মঙ্গলবার বিশেষ ব্যবস্থা নিতে দেখা গেল দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতকে। তারা গর্ভবতী মহিলা ও কোভিড রোগীদের জন্য পৃথক থাকার বন্দোবস্ত করেছে।

Advertisement

ওই গ্রামবাসীদের মধ্যে ৮ জন গর্ভবতী মহিলা ও বেশ কয়েকজন কোভিড রোগী রয়েছেন।

জানা গিয়েছে, ওই গ্রামবাসীদের মধ্যে ৮ জন গর্ভবতী মহিলা ও বেশ কয়েকজন কোভিড রোগী রয়েছেন। ঝড়ের মধ্যে চিকিৎসার ক্ষেত্রে তাঁরা যাতে কোনও সমস্যায় না পড়েন তার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থাও করেছেন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। কেউ অসুস্থ হলে জরুরি পরিষেবার জন্য দুটি অ্যাম্বুল্যান্সও জোগাড় করেছেন তাঁরা। পঞ্চায়েত সদস্যদের ওই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement