টাগবোটের ডুবে যাওয়ার আগের মুহূর্তের সেই দৃশ্য।
ঘূর্ণিঝড় ‘টাউটে’-র তাণ্ডবে মহারাষ্ট্রে সমুদ্রে টাগবোট ‘বরপ্রদ’র ডুবে যাওয়ার আগের মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন টাগবোটেরই এক কর্মী। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। দানবাকৃতির ঢেউ কী ভাবে টাগবোট খেলনার মতো আছড়ে ফেলছে সেই দৃশ্য শিউরে ওঠার মতো।
গত ১৭ মে অতি প্রবল ঘূর্ণিঝড় টাউটে আছড়ে পড়েছিল গুজরাত এবং মহারাষ্ট্রে। পি-৩০৫ বার্জ এবং বরপ্রদ নামে একটি টাগবোট ডুবে যায় সেই ঝড়ের মুখে পড়ে। টাগবোটে ১৩ জন কর্মী। ১৭ মে-তেই টাগবোটটি ওই কর্মীদের নিয়ে ডুবে যায়। দু’জন জলে ঝাঁপিয়ে কোনও মতে নিজেদের প্রাণ বাঁচালেও বাকি ১১ জনের সলিল সমাধি হয়। ২ জনকে নৌবাহিনী উদ্ধার করে। সোমবার টাগবোটটির সন্ধান পায় উদ্ধারকারী দল। কিন্তু তাতে কোনও কর্মীর দেহ মেলেনি বলে জানিয়েছে তারা।
ঘটনার দিন দানবাকৃতির ঢেউ আছড়ে পড়ছিল টাগবোটের উপর। ঢেউয়ের আঘাতে একটু একটু করে টাগবোটের সব কলকব্জাগুলো আলগা হতে শুরু করেছিল। একটা সময় ঢেউয়ের বিরুদ্ধে যুঝতে যুঝতে বোটের রেলিংগুলো ভেঙে জল ঢুকতে শুরু করে। অসহায়ের মতো সেই পরিস্থিতি দেখছিলেন কর্মীরা। একের পর এক ঢেউ যেন একটু একটু করে গিলে খাচ্ছিল টাগবোটটিকে। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করেন টাগবোটে থাকা কর্মী।