Cyclone Yaas

Cyclone Yaas: ফুঁসছে সাগরের মহিষমারি নদী, বাঁধ উপচে জল ঢুকল গ্রামে

মঙ্গলবার সকালে জলস্ফীতি দেখা দেয় মহিষামারি নদীতে। বাঁধ উপচে জল ঢুকতে শুরু করে নদীর ধারের গ্রামগুলিতে।

নিজস্ব সংবাদদাতা
সাগর শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৩:২৯
Share:
Advertisement

ইয়াস আসতে এখনও দেরি। তার আগে থেকেই জলস্তর বাড়ছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন নদীর। ফুঁসছে সাগরের মহিষমারি নদী। মঙ্গলবার পরিস্থিতি এমন হয় যে, নদীর জল বাঁধ উপচে ঢুকে পড়ে আশপাশের গ্রামে। স্থানীয় বাসিন্দাদের অবশ্য উদ্ধার করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র সদস্যরা।

মঙ্গলবার সকালে জলস্ফীতি দেখা দেয় মহিষামারি নদীতে। বাঁধ উপচে জল ঢুকতে শুরু করে নদীর ধারের গ্রামগুলিতে। গ্রামগুলিতে পৌঁছন গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ কর্মী এবং এনডিআরএফ কর্মীরা। তাঁরা সাধারণ মানুষকে উদ্ধার করে ফ্লাড সেন্টারে নিয়ে যান।

Advertisement

গত কয়েক দিন ধরেই নদী এবং উপকূল এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আর্জি জানাচ্ছে প্রশাসন। সাধারণ মানুষকে বলা হয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে কাছাকাছি নিরাপদ স্থানে চলে যেতে। ‘অযথা সাহসিকতা’ না দেখানোরও অনুরোধ করেছে প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement