মমতার সঙ্গে কিরণময় নন্দের বৈঠক নিয়ে কটাক্ষ দিলীপের ফাইল চিত্র
সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন সামনে রেখে বিজেপি-বিরোধী দল হিসেবে তৃণমূলের সঙ্গে ‘দূরত্ব’ কমাতে তৎপর সমাজবাদী পার্টি। এই প্রেক্ষিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আসতে পারেন সমাজবাদি পার্টির প্রধান অখিলেশ যাদবের প্রতিনিধি কিরণময় নন্দ। মমতা-কিরণময়ের এই বৈঠক নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।
মঙ্গলবার দিলীপ বলেন, ‘‘সমাজবাদী পার্টির সঙ্গে আগেও বৈঠক করেছেন মমতা। তখনও লাভ হয়নি। এ বারও লাভ হবে না।’’
তৃণমূল সূত্রে খবর, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তৃণমূলের অবস্থান কী হতে চলেছে, তা নিয়ে অখিলেশের বিশেষ দূত কিরণময় নন্দের সঙ্গে বৈঠক হওয়ার কথা মমতার। অখিলেশের দূত হয়ে মঙ্গলবারই কলকাতা আসার কথা কিরণময়ের। বিকেলে কালীঘাটে মমতার সঙ্গে দেখা করতে পারেন কিরণময়।