মামলায় স্ত্রীর খরচের নথি চান মেয়র

মামলার খরচ খাতে ১৫ লক্ষ টাকা ছাড়াও মেয়ের স্কুলের খরচ বাবদ মাসিক দেড় লক্ষ টাকাও শোভনবাবুকে জোগাতে হবে বলে রত্নাদেবীর দাবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০১৮ ০৫:০৬
Share:

শোভন চট্টোপাধ্যায়কে তাঁর বক্তব্য লিখিত ভাবে জানানোর নির্দেশ দিল আদালত। —ফাইল চিত্র।

বিবাহবিচ্ছেদের মামলার খরচ বাবদ ১৫ লক্ষ টাকা চেয়েছেন মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। সোমবার আলিপুরের অতিরিক্ত জেলা দায়রা বিচারক শান্তনু মিশ্রের এজলাসে সেই খরচের নথিপত্র পেশের দাবি জানালেন শোভনবাবু।

Advertisement

মামলার খরচ খাতে ১৫ লক্ষ টাকা ছাড়াও মেয়ের স্কুলের খরচ বাবদ মাসিক দেড় লক্ষ টাকাও শোভনবাবুকে জোগাতে হবে বলে রত্নাদেবীর দাবি। তিনি যাতে নিয়মিত ওই টাকা পেতে পারেন, তার ব্যবস্থা করার জন্য আদালতে আবেদন জানিয়েছেন মেয়র-ঘরনি।

শোভনবাবু এ দিন বিচারকের কাছে বলেন, ‘‘মামলার খরচ বাবদ যে-টাকা দাবি করা হয়েছে, সেই ১৫ লক্ষ টাকার সব হিসেবপত্র আদালতে পেশ করা হোক।’’
রত্নাদেবি এ দিন আদালতে হাজির ছিলেন না। বিচারক তাঁর আইনজীবী শুভাশিস দাশগুপ্তকে বলেন, ‘‘১২ জুলাই মামলার খরচের নথি আদালতে পেশ করতে হবে।’’

Advertisement

পাশাপাশি তিনি শোভনবাবুকে তাঁর বক্তব্য ১৮ জুলাই লিখিত ভাবে আদালতে জানানোর নির্দেশ দেন। পরবর্তী শুনানি ৩০ জুলাই। রত্নাদেবীর আইনজীবী শুভাশিসবাবু বলেন, ‘‘বিচারকের নির্দেশ অনুযায়ী আমরা মামলার খরচের যাবতীয় নথিপত্র নির্দিষ্ট সময়েই আদালতে পেশ করব।’’

এ দিন রত্নাদেবীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘শোভনবাবু এখন টাকার হিসেব চাইতে শুরু করেছেন। উনি তো আমার বিরুদ্ধে মামলা করেছেন। মামলার কত খরচ, সেটা উনি ভাল করেই জানেন। বিষয়টি কেমন যেন বোকা বোকা মনে হচ্ছে আমার।’’

এ দিন আদালতে শোভনবাবুর সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে মামলার সঙ্গে তাঁর কোনও যোগ না-থাকায় শুনানি চলাকালীন বিচারকের নির্দেশে তিনি এজলাসের বাইরেই ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement