তৃণমূল সাংসদ সৌগত রায়। —ফাইল চিত্র।
ইডি-র দফতরে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সব মন্তব্য করেছিলেন, তার জেরে রাজনৈতিক চাপান-উতোর অব্যাহত। অভিষেক দাবি করেছিলেন নারদ-কাণ্ডে অভিযুক্ত সকলকেই গ্রেফতার করা হোক। এবং তা শুরু হোক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিয়ে। এই প্রসঙ্গে শুক্রবার মুখ খুলেছেন নারদ মামলায় অন্যতম অভিযুক্ত, তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর মন্তব্য, ‘‘অভিষেক বললেই তো ধরবে না! ধরবে, যদি আইনে ধরার হয় তা হলেই।’’ সৌগতের দাবি, ‘‘শুভেন্দুকে তো ডাকাই হয়নি। শুভেন্দু সম্পর্কে অভিষেক যেটা বলেছেন, তা হল, ওঁকে তো ডাকাই হয়নি। ওঁর বিরুদ্ধে এফআইআর-টাই করা হয়নি।’’
শুভেন্দু অবশ্য বৃহস্পতিবার ফের দাবি করেছিলেন, তৃণমূলের তৎকালীন সাংসদ কে ডি সিংহকে কাজে লাগিয়ে ‘ষড়যন্ত্র’ করা হয়েছিল। তাঁর মতে, নারদ-কাণ্ড দুর্নীতি নয়, ষড়যন্ত্রের মামলা। অভিষেকের নারদ সংক্রান্ত মন্তব্য নিয়ে এ দিন তৃণমূলকে খোঁচা দিয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যও। তিনি বলেন, ‘‘শুভেন্দু উপলক্ষ মাত্র! নারদ-কাণ্ড তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতা দখলের ষড়যন্ত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই সৌগত রায়, ফিরহাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদারের গ্রেফতার চাইছেন। এতে সাধারণ মানুষের কিছু যায় আসে না।’’
এই তরজার বাইরে বেরিয়ে অভিযুক্ত সকলের শাস্তি দাবি করেছে সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, ‘‘তৃণমূলের ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ গোষ্ঠী এখন নারদ গোষ্ঠীর গ্রেফতার চাইছে! কে পিসির লোক, কে ভাইপোর লোক, দেখে লাভ নেই। সব চোরেদের গ্রেফতার করতে হবে।’’
দেশে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে বিরোধী দলনেতাকে গ্রেফতারের যে হুমকি দিয়েছিলেন অভিষেক, তার জবাবে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু। এ দিন পশ্চিম মেদিনীপুরের শীতলপুরে তাঁর মন্তব্য, ‘‘এ এমন চোর, যে নিজের স্ত্রীকে, শ্যালিকাকেও চোর বানিয়েছে!’’ সেই সঙ্গেই বলেছেন, ‘‘ভাইপো বলেছেন, ইন্ডিয়া জোট সরকারে এলে শুভেন্দুর জেল হবে। আরে, আমি ওর পিসিকে হারিয়েছি!’’
রাজ্যে ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক কত বার বিদেশ গিয়েছেন, সে প্রশ্নও তুলেছেন বিরোধী দলনেতা।
তৃণমূল নেতা তাপস রায়ের জবাব, ‘‘নিজের রাজনৈতিক জীবন এবং যে দল করছেন, তার প্রয়োজনেই শুভেন্দুর উচিত এ ধরনের মন্তব্য করার আগে সতর্ক হওয়া। ওঁদের ভাবমূর্তি এ রাজ্যে তলানিতে ঠেকেছে এই রকম কথা আর কাজের জন্যই।’’