Calcutta University

Sonali Chakravarti Banerjee: অফলাইন পরীক্ষা নিয়ে ‘অশ্লীল’ মন্তব্য, কড়া বার্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

নেটমাধ্যমে এই ‘অসম্মানজনক’ পোস্টগুলি কয়েকজনের কাছ থেকে দেখতে পান উপাচার্য। এই ধরনের পোস্টে যারপরনাই ক্ষুব্ধ তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২২ ২২:৫৩
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

স্নাতক এবং স্নাতকোত্তরের পরীক্ষা অফলাইনে করার প্রতিবাদ জানাতে গিয়ে তাঁকে নিয়ে নেটমাধ্যমে ‘অশ্লীল মন্তব্য’ করা হচ্ছে। এর প্রতিবাদে সরব হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। ওই পোস্টগুলিতে তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজও করা হয়েছে বলে অভিযোগ। এক জন উপাচার্যকে লক্ষ্য করে এই ধরনের মন্তব্য যাঁরা করেছেন তাঁদের কোনও ভাবেই ‘ক্ষমা করা’ হবে না বলে তাঁর সাফ বার্তা।

Advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে নেটমাধ্যমে এই ‘অসম্মানজনক’ পোস্টগুলি কয়েকজনের কাছ থেকে দেখতে পান উপাচার্য। যারপরনাই ক্ষুব্ধ উপাচার্য এই ধরনের পোস্টের নিন্দায় সরব হন। তিনি এক বার্তায় জানিয়েছেন, অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত এবং সর্বসম্মত ভাবে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি সমস্ত ফ্যাকাল্টি কাউন্সিলের সকল সদস্য, ইউজি বোর্ড অফ স্টাডিজের সকল চেয়ারপার্সন এবং বেশিরভাগ অধ্যক্ষের সহমতের ভিত্তিতে নেওয়া হয়েছিল। এখন এই সম্মিলিত সিদ্ধান্তের জন্য একজন উপাচার্যকে চিহ্নিত করা এবং তাঁকে নির্দিষ্টভাবে গালাগালাজ, কোনও ভাবেই ক্ষমা করা হবে না বলে তিনি জানিয়েছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement