Afghanistan

Afghanistan: কাবুলে আটকে ছেলে, অশোকনগরের আতঙ্কিত পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়

পরিবার সূত্রের খবর, সুজয় গত আড়াই বছর আফগানিস্তানে ছিলেন। সব কিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎই ছন্দপতন ঘটেছে গত কয়েকদিনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২১ ২২:৩০
Share:

আতঙ্কে দিন কাটছে দেবনাথ পরিবারের। নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই জানিয়েছেন এ রাজ্যের দু’শোরও বেশি মানুষ আটকে পড়েছেন আফগানিস্তানে। সেই তালিকাতেই রয়েছেন উত্তর ২৪ পরগনার অশোক নগরের বাসিন্দা সুজয় দেবনাথ। ফলে ঘুম উড়েছে পরিবারের। সুজয়ের পরিবারকে আশ্বস্ত করতে বুধবার তাঁদের বাড়ি আসেন রাজ্যের মন্ত্রী তথা জেলার তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক।

পরিবার সূত্রের খবর, সুজয় গত আড়াই বছর আফগানিস্তানে ছিলেন। সব কিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎই ছন্দপতন ঘটেছে গত কয়েকদিনে। তালিবান বাহিনীর অগ্রগতির খবর পাওয়ার পর থকেই পরিবারের সদস্যেরা ঘনঘন ফোন করে সুজয়ের খোঁজখবর নিচ্ছিলেন। রবিবার রাজধানী কাবুল তালিবানের দখলে চলে যাওয়ার পর এখন তাঁরা চরম আতঙ্কে।

Advertisement

সোমবার সকালে সুজয় পরিবারকে জানিয়েছিলেন, কাবুল বিমানবন্দরে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। মৃত্যু নিশ্চিত জেনেও প্লেনের চাকা আঁকড়ে পালানোর চেষ্টা করছে মানুষ। তার পর তাঁর আর খবর মেলেনি। ফলে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যেরা। বুধবার অশোকনগরের এজি কলোনিতে সুজয়ের বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয়। হাবরা থানার পুলিশও বাড়িতে এসে ঘটনার বিবরণ জেনেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement