Singur

সিঙ্গুরে গ্যাস ট্যাঙ্কারের পিছনে ধাক্কা ছোট গাড়ির, মৃত ৩

কলকাতা থেকে বর্ধমানের দিকে যাওয়ার পথে সিঙ্গুর থানার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর খাসেরভেড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২১ ২২:১৫
Share:

নিজস্ব চিত্র

মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল সিঙ্গুরে। গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে একটি ছোট গাড়ির সঙ্ঘর্ষে প্রাণ হারালেন তিন জন। এক জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে যাওয়ার পথে সিঙ্গুর থানার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর খাসেরভেড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। চলন্ত গ্যাস ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে ওই গাড়িটি। চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। আহত একজনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, ঘটনায় মারা গিয়েছেন প্রদীপ মন্ডল (৩৫), বিকাশ সিংহ (৩০) ও সন্তু দত্ত (৩৬)। তাঁদের প্রত্যেকের বাড়িই বাড়ি লিলুয়া থানার পঞ্চাননতলা এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement