প্রতীকী ছবি।
মুম্বইয়ের লোকাল ট্রেনের ধাঁচে রাজ্যে জরুরি পরিষেবার সঙ্গে জড়িতদের জন্য মেট্রো চালানোর অনুরোধ করে কেন্দ্রকে চিঠি দিয়ে রেখেছে নবান্ন। আজ মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র একটি আলোচনা চক্রে উপস্থিত রেলমন্ত্রী পীযূষ গয়ালকে মেট্রো খোলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন যদি মেট্রো খোলা হয়, তা হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তাৎপর্যপূর্ণ ভাবে আজ রেলমন্ত্রী এমন দিনে ওই কথা বললেন, যে দিন সংক্রমণের হার রুখতে ফি সপ্তাহে দু’দিন করে লকডাউন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ।
জুলাই মাসের শুরুতেই মেট্রো খোলার দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লাকে চিঠি দিয়েছে রাজ্য। আজ আলোচনাচক্রে পীযূষের কাছে তাই মেট্রো পরিষেবা খোলার দিনক্ষণ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ছাড়পত্র দিলেই মেট্রো পরিষেবা খোলা যেতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমান ও লোকাল ট্রেন পরিষেবা নতুন করে শুরু করার বিপক্ষে। (রাজ্যের) এই অবস্থায় মেট্রো রেল শুরু করা হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।’’
আরও পড়ুন: স্বয়ংক্রিয় উপায়ে মেট্রো চালানোর মহড়া শুরু
একই সঙ্গে আজ রেলের জমি অধিগ্রহণের প্রশ্নে পশ্চিমবঙ্গ সরকারের গা-ছাড়া মনোভাবের সমালোচনা করেন রেলমন্ত্রী। তিনি বলেন, ‘‘পণ্যবাহী করিডরের জন্য যে জমির প্রয়োজন রয়েছে তা এখনও রাজ্য সরকার তুলে দিতে ব্যর্থ।’’ রেলমন্ত্রকের বক্তব্য, এর ফলে পশ্চিমবঙ্গমুখী পণ্যবাহী করিডরের কাজ আটকে গিয়েছে। যার ফলে সমস্যা হচ্ছে গোটা প্রকল্পের। একই সঙ্গে আলোচনাচক্রে পীযূষ জানিয়েছেন, যাত্রিবাহী ট্রেনের পরে এবার গোটা প্ল্যাটফর্ম আধুনিকীকরণ করে তা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। রেলের ব্যাখ্যা, প্ল্যাটফর্মের যে খালি এলাকা পড়ে থাকে তা লিজে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। তারা ওই এলাকাকে নিজেদের ইচ্ছেমতো ব্যবসার কাজে ব্যবহার করতে পারবে। এর সঙ্গে যাত্রীদের ট্রেন থেকে নামা-ওঠা বা পরিষেবার সঙ্গে সরাসরি কোনও সম্পর্ক থাকবে না।