বিভিন্ন কমিটির বৈঠকে যেমন গতানুগতিক আলোচনা হয়, তাতে কাজ হচ্ছে না। কোন পরিস্থিতিতে দলের কী করণীয়, ঠিকমতো বোঝানো যাচ্ছে না নেতাদের। তাই এ বার রাজ্য কমিটির বৈঠক মিটে যাওয়ার পরে ওই কমিটির সদস্যদের নিয়ে আলাদা করে ক্লাস নেবেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। আলিমুদ্দিনেই দিনভর ওই ক্লাসের পাঠ চলবে। একটিতে শিক্ষকের ভূমিকায় দেখা যাবে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকেও।
সিপিএমের রাজ্য কমিটির বৈঠক বসছে ২২-২৩ ফেব্রুয়ারি। সামনে পরীক্ষার মরসুম বলে বড়সড় আন্দোলনের কর্মসূচি নেওয়া এখন মুশকিল। এই পরিস্থিতিতে সংগঠনের কাজই আরও এগিয়ে নিতে চায় আলিমুদ্দিন। তাই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের কাজের মূল্যায়নের দ্বিতীয় পর্ব নিয়ে এ বারের বৈঠকে আলোচনা হওয়ার কথা। সেই সঙ্গেই লোকাল কমিটি তুলে দিয়ে নতুন ‘আঞ্চলিক (এরিয়া) কমিটি’ গঠন নিয়ে বকেয়া কাজেও এ বার হাত দেওয়া হতে পারে বলে সিপিএম সূত্রের খবর। বৈঠকে হাজির থাকার কথা ইয়েচুরির। বৈঠক শেষ হওয়ার পর দিন ২৪ তারিখ আলিমুদ্দিনে জাতীয় রাজনীতির পরিস্থিতি রাজ্য কমিটির সদস্যদের ক্লাসে ব্যাখ্যা করবেন তিনি। আর সূর্যবাবু বোঝাবেন, ধর্ম সংক্রান্ত বিষয়ের প্রতি দৃষ্টিভঙ্গি এখন কী হওয়া উচিত।
দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, ‘‘ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে দল এখন আগের চেয়ে ছোট হয়ে গিয়েছে। আমরা বারবারই বলছি, সংগঠন আয়তনে ছোট হলেও ভাল গুণমানসম্পন্ন কর্মীরা আমাদের সম্পদ। কর্মীদের মান বাড়াতে গেলে নেতাদের আগে সচেতন হতে হবে।’’ আলিমুদ্দিন সূত্রের বক্তব্য, হাতে একটু সময় থাকায় এ বার আলাদা করে ক্লাসে সে সব চর্চা হবে। প্রসঙ্গত, ইয়েচুরি রাজ্য কমিটির বৈঠক ও ক্লাস করতে আসার আগেই আজ, সোমবার হাওড়ায় দলের একটি আলোচনাসভায় বক্তা হয়ে আসার কথা সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের।