রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
নন্দীগ্রাম যখন শুভেন্দু অধিকারী ও তৃণমূলের পিঠোপিঠি সভা ঘিরে সরগরম, সেই সময়ে বিদ্রোহের সুর আরও চড়ালেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রয়োজনে তাঁকে দল ছাড়ার কথা ভাবতে হবে, এমন ইঙ্গিতও সোমবার দিয়েছেন সিঙ্গুরের বর্ষীয়ান ‘মাস্টারমশাই’। তাঁর অভিযোগ, যেমন খুশি কমিটি বদল করে কাজের নেতাদের বাদ দেওয়া হচ্ছে, তিনি ‘সম্মান’ পাচ্ছেন না। দলের কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের নেতা বেচারাম মান্নার নাম করেই রবীনবাবু বলেছেন, ‘‘স্বয়ং মমতা প্রশাসনিক সভায় বলে গিয়েছিলেন বেচারাম, মাস্টারমশাইকে সম্মান দিয়ে কাজ করো। কিন্তু তার পরেও কিছু পরিবর্তন হয়নি। এই রকম চললে আমাকেই দল ছাড়ার কথা ভাবতে হবে।’’ হুগলি জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রবীর ঘোষাল অবশ্য বলেছেন, সিঙ্গুরের বিধায়কও দলের ‘সম্মান’ রক্ষার জন্য ভাল কিছু করছেন না। বেচারামের বিরুদ্ধে বারংবার প্রকাশ্যে বলে তিনিও দলীয় অনুশাসন ভাঙছেন।