State News

অশোক-স্তম্ভের ভিত কাঁপিয়ে তৃণমূলে বাম কাউন্সিলর

এক কাউন্সিলর তথা মেয়র পারিষদকে দলে টেনে শিলিগুড়ি পুরসভায় ক্ষমসাতীন বামেদের শিবিরে ভাঙন ধরাল তৃণমূল। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের পতাকা নেন ওই মেয়র পারিষদ দুর্গা সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ১৮:০২
Share:

এক কাউন্সিলর তথা মেয়র পারিষদকে দলে টেনে শিলিগুড়ি পুরসভায় ক্ষমসাতীন বামেদের শিবিরে ভাঙন ধরাল তৃণমূল। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের পতাকা নেন ওই মেয়র পারিষদ দুর্গা সিংহ। তিনি পুরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে ফরওয়ার্ড ব্লকের টিকিটে জিতেছিলেন। স্বাস্থ্য এবং পার্কিং বিভাগের দায়িত্বে রয়েছেন। দুর্গার বাবা, প্রাক্তন কাউন্সিলর তথা ফরওয়ার্ড ব্লক নেতা, অমরনাথ সিংহও এ দিন তৃণমূলে যোগ দেন। অরূপবাবু বলেন, ‘‘বাংলা জুড়েই বিরোধীরা তৃণমূলে সামিল হতে চাইছে। বাংলাকে যারা ভালবাসেন ও এগিয়ে নিতে চান তাঁরা আসছেন।’’

Advertisement

মেযর অশোক ভট্টাচার্য এ দিন কলকাতায় ছিলেন। তিনি বলেন, ‘‘ওই মেয়র পারিষদ তৃণমূলে গিয়েছে। আর কেউ দল ছাড়ছেন না। দুর্গা সিংহের বিরুদ্ধে আমরা চেয়ারম্যানের কাছে আবেদন জানাব। তিনি ফরওয়ার্ড ব্লক ছেড়েছেন। সেই মতো পুরবোর্ডের সদস্য থাকা উচিত নয়। মেয়র পারিষদ পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানো উচিত। না হলে আইনি প্রক্রিয়া মেনে সরানো হবে।’’

অন্য দিকে দল বদলের পর দুর্গা সিংহ বলেন, ওয়ার্ডের উন্নয়ন থমকে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কাজ করছেন। তাঁর কাজে উদ্বুদ্ধ হয়ে তৃণমূলে এসেছেন বলে জানালেন দুর্গা। তবে বর্তমান পুরবোর্ডের বিরুদ্ধে এ দিন মুখ খুলতে চাননি তিনি।

Advertisement

আরও পড়ুন: অনুগামীদের দিয়ে বিদ্রোহে শান মানসের

৪৭ আসনের শিলিগুড়ি পুরবোর্ডে সিপিএম ২১টি, আরএসপি, ফরওয়ার্ড ব্লক ১টি করে আসনে জিতেছিল। নির্দল কাউন্সিলর অরবিন্দ ঘোষের সমর্থন নিয়ে বোর্ড গড়ে বামেরা। কংগ্রেসের ৪টি আসন এবং বিজেপি’র দুটি আসন রয়েছে। তৃণমূলের ১৭টি আসন ছিল। এদিন তা বেড়ে দাঁড়াল ১৮তে। বাম বিরোধীরা রয়েছেন ২৪ জন। নির্দল কাউন্সিলর অরবিন্দবাবু গুরুতর অসুস্থ রয়েছেন। এই পরিস্থিতিতে বাম পুরবোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনবে কি তৃণমূল? বিরোধী দলের আর কোনও কাউন্সিলর কি তৃণমূলে যোগ দিচ্ছেন? মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘অপেক্ষা করুন। সময় হলেই দেখতে পাবেন।’’

এদিন মেয়র পারিষদের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি তথা পর্যটন মন্ত্রী গৌতম দেব। উপস্থিত ছিলেন তৃণমূলের অধিকাংশ কাউন্সিলর। পর্যটনমন্ত্রী বলেন, ‘‘আগেই বলেছিলাম অগস্ট মাস বিপ্লবের মাস। অশোকবাবু আগেও বলেছিলেন বামেদের কোনও কাউন্সিলর তৃণমূলে যোগ দিচ্ছেন না। তাদের শরিক দল থেকেই এ দিন একজন যোগ দিলেন।’’

এই মুহূর্তে পুরবোর্ড না ভাঙলেও তা নড়ে উঠেছে বলে মনে করছেন অনেকেই। তাতে বোর্ড ধরে রাখতে কংগ্রেসের সঙ্গে কথা বলা শুরু করেছেন বামেরা। পুরসভার কংগ্রেসের পরিষদীয় নেতা সুজয় ঘটক বলেন, ‘‘পরিস্থিতির দিকে নজর রাখছি। আমরা কংগ্রেসেই রয়েছি। বামেরা তাঁদের কাউন্সিলরদের ধরে রাখতে না পারলে কারও কিছু করার নেই।’’

গত মঙ্গলবার জেলা বামফ্রন্টের বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গা সিংহ। তার পরে এ দিন তাঁর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে অনেকেই হতবাক। ফরওয়ার্ড ব্লকের জেলা কমিটির সভাপতি করুণাময় রায়চৌধুরী বলেন, ‘‘দুর্গা সিংহকে শোকজ করা হবে। তাঁর উত্তর পেলে পদক্ষেপ করা হবে।” তবে ফরওয়ার্ড ব্লকের একজনই কাউন্সিলর রয়েছেন পুরসভায়। সে ক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়ছেন না দুর্গা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement