অশোক ভট্টাচার্য।—ফাইল চিত্র।
প্যানেলে থেকেও নিয়োগ না পাওয়ার প্রতিবাদে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) প্রার্থীদের অবস্থান-অনশনের পাশে দাঁড়ালেন শিলিগুড়ির বিধায়ক ও মেয়র অশোক ভট্টাচার্য। দু’সপ্তাহ ধরে খোলা আকাশের নীচে অবস্থান চলছে এসএসসি চাকরিপ্রার্থীদের। মাথার উপরে ছাতা খুলে রেখে শিশুদের আড়াল দিচ্ছেন মায়েরা। অসুস্থে হয়ে পড়েছেন অনেকে। অশোকবাবু বুধবার অবস্থানস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। মেধা বা পরীক্ষার ফলের বিচার না করে এসএসসি-র নিয়োগে স্বজনপোষণ হয়েছে বলে সরব হয়েছেন তিনি। পরে অশোকবাবু বলেন, ‘‘ওঁদের দাবির প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়েছি। শিক্ষামন্ত্রীকে এই বিষয়ে চিঠি দেব। প্রয়োজনে ফের মন্ত্রীর সঙ্গে কথাও বলব।’’