West Bengal Election Commission

GTA: জুনে পাহাড়ে জিটিএ নির্বাচন, শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটও একই সময়: কমিশন

মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক তথা বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি আনন্দময় বর্মণ বলেন, ‘‘আমরা অনেক দিন ধরেই প্রস্তুত মহকুমা নির্বাচনের জন্য। বিধানসভা বা লোকসভা নির্বাচনে যে রকম ফল হয়েছে, সে রকমই ফল হবে এ বারের মহকুমা পরিষদের নির্বাচনে। মহকুমা পরিষদ দখল করবে বিজেপি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২৩:১৫
Share:

ফাইল চিত্র।

এ বার পাহাড়ে ‘গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ বা জিটিএ নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গেল। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে আলোচনার পর নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের জুন মাসেই হতে চলেছে জিটিএ নির্বাচন। ওই একই সময় শিলিগুড়ি মহকুমা পরিষদেরও নির্বাচন হবে। তবে জুন মাসের কোন তারিখে ভোট হবে, তা এখনও স্থির হয়নি।

Advertisement

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় সফরে গিয়ে সেখানকার সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন, শীঘ্রই পাহাড়ে নির্বাচন করানোর কথা ভাবছে সরকার। ওই সময় জিটিএ নির্বাচনে পাহাড়ের সব রাজনৈতিক দল রাজি হলেও বেঁকে বসেছিল গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চার জনপ্রতিনিধিদের তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আগে পাহাড়ের রাজনৈতিক সমস্যা সমাধানের আবেদন জানানো হয়েছিল।

এ বার নির্বাচন ঘোষণা হওয়ার পর এ বিষয়ে কিছু বলতেই চাইলেন না মোর্চা প্রধান বিমল গুরুং। তিনি বলেন, ‘‘এখন কিছু বলব না। বাইরে আছি। পরে কথা হবে।’’ কোনও মন্তব্য করেননি ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপাও। সদ্য পুরভোটে দার্জিলিঙে জিতে বোর্ড গড়েছে হামরো পার্টি। তাদের তরফ থেকে এখন কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে পাহাড়ের সমস্যা মিটিয়েই যাতে নির্বাচন হয়, সেই দাবিতে মঙ্গলবার জেলাশাসকের দফতরে যাবেন বলে জানালেন ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা এসপি শর্মা। তিনি বলেন, ‘‘আমরা আগেও জানিয়েছি, এখনও জানাচ্ছি, বেশ কয়েকটি সমস্যা রয়েছে। সেগুলোর সমাধান না করে জিটিএ নির্বাচন করা উচিত নয়। আমরা আগামিকাল জেলাশাসকের দ্বারস্থ হব। যাতে ওই সমস্যাগুলোর সমাধান করে তবেই নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করা হয়।’’

Advertisement

অন্য দিকে, শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন নিয়ে দার্জিলিং জেলা তৃণমূলের (সমতল) সভাপতি পাপিয়া ঘোষ বলেন, ‘‘আমরা প্রস্তুত। গত দু’বছর ধরে সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ। এই কারণেই আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে বার বার মহকুমা পরিষদের নির্বাচন নিয়ে কথা বলেছি। অবশেষে ভোটের ঘোষণা হল। আমরা খুশি। এ বার শিলিগুড়ি মহকুমা পরিষদ তৃণমূলের দখলে আসবে।’’

মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক তথা বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি আনন্দময় বর্মণ বলেন, ‘‘আমরা অনেক দিন ধরেই প্রস্তুত মহকুমা নির্বাচনের জন্য। বিধানসভা বা লোকসভা নির্বাচনে যে রকম ফল হয়েছে, সে রকমই ফল হবে এ বারের মহকুমা পরিষদের নির্বাচনে। মহকুমা পরিষদ দখল করবে বিজেপি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement