সিদ্দিকুল্লা চৌধুরী। ফাইল চিত্র
ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ফের তুললেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এ নিয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।
ইয়াস-বিধ্বস্ত সন্দেশখালির সরবেড়িয়ায় ত্রাণ বিলি করতে যাওয়ায় তাঁকে তৃণমূলেরই একটি অংশের হাতে আক্রান্ত হতে হয়েছিল বলে দিনকয়েক আগে অভিযোগ করেছিলেন সিদ্দিকুল্লা। বিষয়টি তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়েও জানিয়েছিলেন। বুধবার মন্তেশ্বরে সিদ্দিকুল্লা বলেন, ‘‘শাহজাহান বলে যে নেতা রয়েছেন, তিনি গুন্ডা, সমাজবিরোধী। ত্রাণে বাধা দিয়ে আমাকে আঘাত করা হয়েছে। আমি জখম হয়েছি।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘পুলিশ ভয় দেখিয়ে আমাদের কয়েক জন নেতাকে ডেকে মিথ্যা বয়ান লিখিয়ে নিয়েছে।’’
সন্দেশখালির ব্লক তৃণমূলের সভাপতি শেখ শাহজাহান অবশ্য মন্ত্রীর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘ঘটনার দিন আমি সেখানে ছিলাম না। সিদ্দিকুল্লা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আসলে ইয়াসের দু’মাস পর কম ত্রাণ নিয়ে আসায় মানুষ ক্ষোভ প্রকাশ করেছিলেন বলে শুনেছি।’’
বসিরহাট পুলিশ জেলার সুপার জবি থমাসকে বলেন, ‘‘সন্দেশখালির ওই ঘটনা নিয়ে তদন্ত চলছে। এখনই এর বেশি কিছু মন্তব্য করা সম্ভব নয়।’’