অসুস্থ অনুব্রত ভর্তি উডবার্নে

জেলার শীর্ষ নেতার হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার খবরে কিছুটা উদ্বেগ ছড়িয়েছে দলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৯ ০০:৩৯
Share:

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।—ফাইল চিত্র।

অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে তাঁকে ভর্তি করানো হয়েছে। পরিবার ও দলীয় সূত্রে খবর, লোকসভা ভোটের আগে থেকেই নিজের জেলার প্রতিটি ব্লক তো বটেই, সঙ্গে বাঁকুড়ার বিষ্ণুপুর, নদিয়া ও পূর্ব বর্ধমানে প্রাক নির্বাচনী সাংগঠনিক দায়িত্ব সামলাতে হয়েছে তাঁকে। এমনিতে শরীর খুব একটা সঙ্গ দিচ্ছিল না। উচ্চ রক্তচাপের সমস্যার সঙ্গে ব্লাড সুগারও ভোগাচ্ছে। শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, একটি ফোঁড়া কাটা হবে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Advertisement

ব্যক্তি জীবনের থেকে দলকেই বরাবর প্রাধান্য দিয়েছেন শাসকদলের এই দাপুটে নেতা। বহুদিন ধরেই স্ত্রী অসুস্থ। নির্বাচনের আগেই মায়ের মৃত্যু হয়েছে। মায়ের পারলৌকিক কাজ সেরেই ছুটে গিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। তাঁর ঘনিষ্ঠেরা বলেন, পারিবারিক উদ্বেগ, মন খারাপ দূরে সরিয়ে রেখে দলের কাজে সব সময় সামনে থেকেছেন অনুব্রত। তবে, বীরভূমে দু’টি লোকসভা আসনে জয় পেয়ে নিজের গড় অক্ষুণ্ণ রাখলেও নির্বাচনের পর থেকে খুব একটা মসৃণ যাচ্ছিল না রাজনৈতিক জীবন। ভোটের পরে নিজেকে কিছুটা গুটিয়েই রাখছিলেন তিনি। জেলার শীর্ষ নেতার হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার খবরে কিছুটা উদ্বেগ ছড়িয়েছে দলে। তবে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতারা বলছেন, ‘‘কেষ্টদা অসুস্থ হলেও মারাত্মক কিছু নয়। নির্বাচনের সময় থেকেই সমস্যা হচ্ছিল, সময় পাননি বলে চিকিৎসা করানোর সুযোগ হয়নি। নির্বাচন পেরিয়ে যাওয়ার পরই তাই হাসপাতালে ভর্তি হলেন।’’ হাসপাতালে অনুব্রতের সঙ্গে রয়েছেন দলের জেলা সহ-সভাপতি অভিজিৎ সিংহ, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement