Suvendu on Shahjahan

শেখ শাহজাহানের বিরুদ্ধে হাই কোর্টে গেলেন শুভেন্দু! সঙ্গে দু’জন মহিলা, বিরোধী দলনেতার হাতে নতুন ‘অস্ত্র’

রেশন দুর্নীতি মামলায় হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। যদিও সন্দেশখালির তৃণমূল নেতা আপাতত নিখোঁজ। সোমবার ইডি তাঁকে হন্যে হয়ে খুঁজছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ ১৯:২০
Share:

—ফাইল চিত্র।

তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে মামলা করতে এ বার হাই কোর্টে গেলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্দেশখালির ঘটনার পর থেকেই নিখোঁজ শাহজাহান। শুভেন্দুর মামলার বিষয় যদিও সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনা নয়। সোমবার শাহজাহানের বিরুদ্ধে মামলা করতে শুভেন্দু হাই কোর্টে এলেন দু’জন মহিলাকে সঙ্গে নিয়ে! দাবি করলেন সিবিআই এবং এনআইএ তদন্তের।

Advertisement

ওই দুই মহিলার নাম পদ্মা মণ্ডল এবং সুপ্রিয়া মণ্ডল। বাড়ি শাহজাহানের এলাকা সন্দেশখালিতে। শাহজাহানে বিরুদ্ধে মামলার সাক্ষী হিসাবেই তাঁদের নিয়ে এসেছিলেন শুভেন্দু। রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতার অভিযোগ, এই দুই মহিলার পরিবারের সদস্যদের হত্যা করেছেন তৃণমূল নেতা শাহজাহান। তাঁর বিরুদ্ধে এই মর্মে মামলাও হয়েছিল। কিন্তু সিআইডি সেই মামলার তদন্তে নামার পর শাহজাহানের নাম মামলা থেকে বাদ পড়ে।

রেশন দুর্নীতি মামলায় হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। যদিও সন্দেশখালির তৃণমূল নেতা আপাতত নিখোঁজ। সোমবার ইডি তাঁকে হন্যে হয়ে খুঁজছে। এর মধ্যেই শাহজাহানের বিরুদ্ধে খুনের অভিযোগও আনলেন শুভেন্দু।

Advertisement

আদালতে শুভেন্দু জানিয়েছেন, ২০১৯ সালের ৬ জুন সন্দেশখালির বাসিন্দা প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে হত্যা করা হয়। ওই ঘটনায় চার্জশিটে নাম ছিল শাহজাহানের। কিন্তু পরে সিআইডি তদন্ত করে চার্জশিট থেকে তাঁর নাম বাদ দেয়। এখানেই শেষ নয়। ২০২২ সালে দ্বিতীয় খুনের ঘটনাতেও শাহজাহানের নাম চার্জশিটে হয়েছিল। কিন্তু সেবারও তাঁকে জামিন দেওয়া হয়।

শুভেন্দু আদালতে জানিয়েছেন, এই দু’টি মামলারই মূল আসামি শাহজাহান। ওই দুই মামলার অভিযোগের ভিত্তিতে হাই কোর্টে মামলা লড়তে প্রয়োজনে সুপ্রিম কোর্ট থেকে আইনজীবী আনা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement