‘জনগণমন’ সভা

হাওড়া ও শিয়ালদহ স্টেশন এবং মৌলানা আজাদ কলেজের সামনে থেকে তিনটি মিছিল আজ জাতীয় সঙ্গীত গাইতে গাইতে রানি রাসমণির ছাত্র সমাবেশে যোগ দেবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ০৩:১১
Share:

প্রতীকী ছবি।

কলকাতার পথে আজ, সোমবার ‘জনগণমন যাত্রা’। সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রতিবাদে এবং আগামী ৮ জানুয়ারি ছাত্র ধর্মঘটের সমর্থনে রানি রাসমণি অ্যাভিনিউয়ে আজ সমাবেশের ডাক দিয়েছে এসএফআই। হাওড়া ও শিয়ালদহ স্টেশন এবং মৌলানা আজাদ কলেজের সামনে থেকে তিনটি মিছিল আজ জাতীয় সঙ্গীত গাইতে গাইতে রানি রাসমণির ছাত্র সমাবেশে যোগ দেবে। সমাবেশের মূল বক্তা বাম পরিষদীয় নেতা এবং সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর তরফে ছাত্র ফ্রন্টের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজন চক্রবর্তী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement