৫০ বছরের লোগো। —নিজস্ব চিত্র।
পঞ্চাশ বছরে পা দিচ্ছে এসএফআই। দমদমের রবীন্দ্র ভবনে আগামী ১৭ অগস্ট শুরু হবে সিপিএমের ছাত্র সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন। নানা পরিস্থিতিতে ৫০ বছরের পথ অতিক্রম নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা হয়েছে। বিমান বসুকে সভাপতি, সুজন চক্রবর্তীকে কার্যকরী সভাপতি এবং নেপালদেব ভট্টাচার্যকে সম্পাদক করে অভ্যর্থনা কমিটি গড়া হয়েছে সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য। ওই তিন নেতাই এক সময় ছাত্র সংগঠনের শীর্ষে ছিলেন। তৈরি হয়েছে ৫০ বছরের লোগোও।