সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের বক্তব্য, ‘‘বিচারের দাবি এই ভাবে দমিয়ে রাখা যাবে না! সভার স্থান ছাড়া আর কিছুই বদলাচ্ছে না।’’ প্রশাসনিক সূত্রে বলা হয়েছে, প্রেক্ষাগৃহ ব্যবহারের আবেদন এখনও বিবেচনাধীন।
প্রতীকী ছবি।
ছাত্র-নেতা আনিস খানের মৃত্যুর বিচারের দাবিতে এবং আর এক ছাত্র-নেতা সুদীপ্ত গুপ্তের ‘শহিদ দিবসে’ আজ, শনিবার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ছাত্র সমাবেশের ডাক দিয়েছিল এসএফআই। কিন্তু সরকারি ‘অসহযোগিতা’র অভিযোগ করে সেই সমাবেশ সিটুর রাজ্য দফতর শ্রমিক ভবনে সরিয়ে নিল তারা। সমাবেশে বক্তা হিসেবে থাকার কথা হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আত্মঘাতী গবেষক রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা এবং সিপিএমের আইনজীবী-সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সিপিএমের ছাত্র সংগঠনের অভিযোগ, নিয়ম মেনে আবেদন করে দফায় দফায় যোগাযোগ করা সত্ত্বেও শুক্রবার রাত পর্যন্ত ওই প্রেক্ষাগৃহ ব্যবহারের অনুমতি মেলেনি তথ্য ও সংস্কৃতি দফতর থেকে। সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের বক্তব্য, ‘‘বিচারের দাবি এই ভাবে দমিয়ে রাখা যাবে না! সভার স্থান ছাড়া আর কিছুই বদলাচ্ছে না।’’ প্রশাসনিক সূত্রে বলা হয়েছে, প্রেক্ষাগৃহ ব্যবহারের আবেদন এখনও বিবেচনাধীন।