CPM

SFI: নারী সুরক্ষায় বামেদের নতুন ‘মিশন প্রীতিলতা’

রাজ্য জুড়ে বেড়ে চলা নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষিতে এ বার অভিনব কর্মসূচি নিল সিপিএমের ছাত্র সংগঠন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০২২ ০৫:২৮
Share:

ফাইল চিত্র।

রাজ্য জুড়ে বেড়ে চলা নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষিতে এ বার অভিনব কর্মসূচি নিল সিপিএমের ছাত্র সংগঠন। নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা বা মালদহ জেলায় সাম্প্রতিক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি, রাস্তায় নেমে সরকারকে বিব্রত করেছে বামেরা। এ বার শিবির খুলে এসএফআই সাধারণ ঘরের ছাত্রীদের প্রাথমিক আত্মরক্ষার কৌশলের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে। মেয়েদের মানসিক জোর তৈরি করার পাশাপাশি তাঁদের আত্মরক্ষায় পারদর্শী করতে চায় এসএফআই। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘মিশন প্রীতিলতা’। নানা এলাকায় শিবির করে ছাত্রীদের মানসিক শক্তিকে আরও বেশি সংগঠিত করতে সাহায্য করা হবে, তেমনই তাঁদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ঘোষণা করেছেন, আগামী ২২ মে উত্তর ২৪ পরগনার বসিরহাটে ‘মিশন প্রীতিলতা’র প্রথম শিবির হবে। পরে রাজ্য জুড়ে এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে। এসএফআইয়ের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক আকাশ করের বক্তব্য, ‘‘রাস্তার লড়াই তো চলবেই। কিন্তু প্রশাসন তাদের দায়িত্ব পালন করতে পারছে না। তাই আত্মরক্ষার প্রাথমিক পাঠ শিখে রাখলে এই সমস্যা মোকাবিলায় আত্মবিশ্বাসও বাড়বে।’’ এরই পাশাপাশি লিঙ্গ সাম্যের বার্তা দিয়ে আজ, শুক্রবার মিক্সড জেন্ডার ফুটবল খেলার আয়োজন করছে কলকাতা জেলা ডিওয়াইএফআই। সংগঠনের আসন্ন সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে এন্টালির রামলীলা ময়দানে একসঙ্গে খেলতে দেখা যাবে পুরুষ ও মহিলা খেলোয়াড়দের। রেফারির দায়িত্বে এক জন তৃতীয় লিঙ্গের মানুষ। উপস্থিত থাকার কথা লিঙ্গ বৈষম্য-বিরোধী আন্দোলনের নেত্রী সায়রা শাহ হালিমের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement