—নিজস্ব চিত্র।
নতুন জাতীয় শিক্ষানীতির পাশাপাশি খসড়া এনভায়রন্টমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ) বাতিলের দাবিতেও সরব হল এসএফআই। টুইটারে সোমবার দিনভর ইআইএ বাতিলের দাবিতে প্রচার চালালেন সংগঠনের সব স্তরের নেতারা। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর কাছে আজ, মঙ্গলবার ওই দাবি জানিয়ে গণ-চিঠি পাঠানো হবে সংগঠনের তরফে। এসএফআইয়ের বক্তব্য, স্বীকৃত আন্তজার্তিক পরিবেশ সূচকে ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৬৮ নম্বরে। ইআইএ বাস্তবায়িত হলে এই অবস্থা পরিবর্তনের কোনও দিশা নেই। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিরও অভিযোগ, দেশের খনিজ সম্পদকে ‘লুঠ’ করে দেশি ও বিদেশি পুঁজির মুনাফা বাড়াতে সহায়তা করার জন্য আইন সংশোধন করতে চাওয়া আর প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারতে’র ডাক দেওয়া পরস্পর-বিরোধী এবং দ্বিচারিতার লক্ষণ।