SFI

School: শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে পথে ছাত্র সংগঠন

স্বাস্থ্যবিধি মেনে প্রথমে আংশিক ভাবে হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি তুলেছে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ০৫:০২
Share:

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ছাত্র পরিষদের বিক্ষোভ কলেজ স্ট্রিটে। —নিজস্ব চিত্র।

রাজ্যে পানশালা, জিম, যাত্রা, সিনেমার শুটিং খোলা থাকলেও স্কুল-কলেজ কেন খুলবে না, এই দাবি নিয়ে পথে নামল সিপিএম ও কংগ্রেসের দুই ছাত্র সংগঠন এসএফআই এবং ছাত্র পরিষদ। কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বৃহস্পতিবার ‘ওপেন ক্লাসরুম’ আয়োজন করেছিল এসএফআই। স্বাস্থ্যবিধি মেনে প্রথমে আংশিক ভাবে হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি তুলেছে তারা। কলেজ স্ট্রিটে এ দিন বিক্ষোভ ছিল কলকাতা জেলা ছাত্র পরিষদের ডাকে। সেখানে ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ, জেলা সভাপতি দেবজ্যোতি দাসেরা অভিযোগ করেন, মুষ্টিমেয় কিছু অ্যাপ-কে মুনাফা করে দিয়ে ডিজ়িটাল শিক্ষা চলছে, তাতে প্রান্তিক অংশের ছাত্র-ছাত্রীরা বঞ্চিতই থাকছেন। ‘পাড়ায় শিক্ষালয়’-এর নামে প্রহসনের ডাক দিয়েছে রাজ্য, এমন অভিযোগও করেছেন ছাত্র নেতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement