জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।
জসপ্রীত বুমরাহের চোট কতটা গুরুতর? তিনি কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ খেলতে পারবেন? বিদেশের শল্যচিকিৎসকের সঙ্গে পরামর্শ করেছেন বুমরাহ। তবে কি অস্ত্রোপচার হবে তাঁর? এই খবরে উদ্বেগ আরও বেড়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের পঞ্চম টেস্টে পিঠের পেশিতে চোট পেয়েছিলেন বুমরাহ। ফলে সিডনিতে দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি তিনি। তাঁর চোট স্ক্যান করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন দলের ফিজিয়ো। তাঁর চোট কতটা গুরুতর তা নিয়ে কিছু জানায়নি ভারতীয় দল। মুখে কুলুপ ভারতীয় ক্রিকেট বোর্ডেরও।
তার মধ্যেই জানা গিয়েছে, নিউ জ়িল্যান্ডের শল্যচিকিৎসক রোয়ান শওটেনের সঙ্গে কথা বলেছেন বুমরাহ। পরামর্শ নিয়েছেন। এর আগে ২০২৩ সালের মার্চ মাসে অস্ত্রোপচার হয়েছিল বুমরাহের। সেই অস্ত্রোপচার করেছিলেন ক্রাইস্টচার্চের শল্যচিকিৎসক রোয়ানই। তাই তাঁর নাম উঠে আসায় আবার অস্ত্রোপচারের জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দলের সঙ্গে কথা বলেছেন রোয়ান। বুমরাহের চোট সম্পর্কে তাঁদের সব জানিয়েছেন তিনি।
১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণা করতে হবে। ১৩ ফেব্রুয়ারির মধ্যে অবশ্য প্রয়োজনে সেই দলে বদল করা যাবে। শোনা যাচ্ছে, বুমরাহকে রেখেই দল ঘোষণা করবে অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটি। তবে তিনি পুরো সুস্থ না হলে খেলবেন না। সে ক্ষেত্রে পরে তাঁর বিকল্প ঘোষণা করা হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড সিরিজ়ে বিশ্রাম দেওয়া হবে তাঁকে।
অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টে ১৫০ ওভার বল করেছেন বুমরাহ। সিরিজ়ে ৩২টি উইকেট নিয়েছেন তিনি। একটি বর্ডার-গাওস্কর সিরিজ়ে এর আগে কোনও বোলার এত উইকেট নেননি। তার পরেও সিরিজ় হেরেছে ভারত। সিরিজ়ে যে একটি টেস্টে ভারত জিতেছে তাতে নেতৃত্ব দিয়েছেন বুমরাহ। তার পরেই ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসাবে তাঁর নাম উঠে আসছে। যদিও বুমরাহের উপর নেতৃত্বের বোঝা চাপানো উচিত নয় বলেই মনে করছেন মহম্মদ কাইফের মতো প্রাক্তন ক্রিকেটার।