রবিবার পর্যন্ত রাজ্যে ৭ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বলে জানালেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।
রবিবার পর্যন্ত রাজ্যে ৭ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বলে জানালেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। আরও ৮ জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ রয়েছে বলে জানান তিনি। তবে নিশ্চিত হওয়ার জন্য তাঁদের পরীক্ষা করা হবে। বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে তিন মিউকরমাইকোসিস আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ চিকিৎসক পার্থপ্রতিম প্রধান।
কলকাতার মিন্টোপার্কে একটি বেসরকারি হাসপাতালে ৬২ বছরের এক রোগীর শরীরে মিউকরমাইকোসিস পাওয়া যায়। যদিও শনিবার ওই রোগী স্বেচ্ছায় বাড়ি চলে যান বলে জানিয়েছেন হাসপাতালের সিইও প্রদীপ টন্ডন।
শনিবার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়। মৃতার শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ ছিল। তাঁর যাবতীয় রিপোর্ট বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠানো হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিকর্তা।