Black Fungus

ডানা মেলছে ব্ল্যাক ফাঙ্গাস, রবিবার পর্যন্ত রাজ্যে আক্রান্ত ৭

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এক রোগীর দেহে মিউকরমাইকোসিস পাওয়া গিয়েছে। তবে তিনি স্বেচ্ছায় বাড়ি চলে গিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০২১ ১৫:০৩
Share:

রবিবার পর্যন্ত রাজ্যে ৭ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বলে জানালেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।

রবিবার পর্যন্ত রাজ্যে ৭ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বলে জানালেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। আরও ৮ জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ রয়েছে বলে জানান তিনি। তবে নিশ্চিত হওয়ার জন্য তাঁদের পরীক্ষা করা হবে। বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে তিন মিউকরমাইকোসিস আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ চিকিৎসক পার্থপ্রতিম প্রধান।

Advertisement

কলকাতার মিন্টোপার্কে একটি বেসরকারি হাসপাতালে ৬২ বছরের এক রোগীর শরীরে মিউকরমাইকোসিস পাওয়া যায়। যদিও শনিবার ওই রোগী স্বেচ্ছায় বাড়ি চলে যান বলে জানিয়েছেন হাসপাতালের সিইও প্রদীপ টন্ডন।

শনিবার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়। মৃতার শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ ছিল। তাঁর যাবতীয় রিপোর্ট বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠানো হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিকর্তা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement