ফাইল চিত্র।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুনির্দিষ্ট নিম্নচাপ। আগামী কয়েক দিনে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার মধ্যেই রবিবার দক্ষিণবঙ্গের দুই জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর। সেই সঙ্গে কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হওয়া বইবে বলেও জানিয়েছে আলিপুর। শুধু দক্ষিণবঙ্গের ২ জেলা নয়, রবিবার বিকালে কলকাতাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।
আলিপুর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্থানীয় নিম্নচাপ তৈরি হয়েছে। তার ফলেই এই বৃষ্টিপাত। এর সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কোনও সম্পর্ক নেই। তবে মঙ্গলবার থেকে রাজ্যে নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টি শুরু হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।