শুনানি চলাকালীন সহগলের কাছে তিহাড় জেলের কথা জানতে চাইলেন বিচারক। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
গরু পাচারকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হয়ে বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডলের এক সময়ের দেহরক্ষী সহগল হোসেন। শুক্রবার সেখান থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সিবিআইয়ের মামলায় আসানসোলের সিবিআই আদালতে তাঁকে হাজির করানো হয়। শুনানি চলাকালীন সরাসরি সহগলের সঙ্গে কথা বললেন বিচারক রাজেশ চক্রবর্তী। কিছু প্রশ্ন করেন অনুব্রতের প্রাক্তন ‘ছায়াসঙ্গী’কে। জানতে চান জেলের বর্তমান পরিস্থিতি। সেই সঙ্গে বিচারক সহগলকে জানান, তাঁর আইনজীবী কোনও জামিনের আবেদন করেননি। রইল বিচারকের সঙ্গে সহগলের সেই কথোপকথন—
বিচারক: দাড়ি কেন বেড়েছে?
সহগল হোসেন: খুব ঠান্ডা সাহেব। তাই কাটানো হয়নি।
বিচারক: ঠান্ডা কেমন? কম্বল দেওয়া হয় তো?
সহগল: ভীষণ ঠান্ডা। কম্বল দেওয়া হয় সাহেব।
বিচারক: কেউ তোমার জামিনের আবেদন করেননি। পরবর্তী শুনানি ২২ ডিসেম্বর।
সহগল: ঠিক আছে সাহেব।
গরু পাচার মামলায় গত ৯ জুন সহগলকে তলব করে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছিল ইডি। এর পর সহগলকে দিল্লি নিয়ে যাওয়া হয়। দিল্লির আদালত অনুব্রতের দেহরক্ষীকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। তার পর থেকে তিহাড় জেলেই বন্দি সহগল।