West Bengal School Service Commission

শিক্ষক নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি, অভিযোগ এসএসসি-র

কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার রবিবার বলেন, ‘‘শনিবারই আমরা বলেছিলাম বিজ্ঞপ্তিটি ভুয়ো। সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হন, তার জন্য পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ ০৮:১০
Share:

—প্রতীকী ছবি।

সমাজমাধ্যমে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছিল শনিবার।

Advertisement

রবিবার এই বিষয়ে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার
রবিবার বলেন, ‘‘শনিবারই আমরা বলেছিলাম বিজ্ঞপ্তিটি ভুয়ো। সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হন, তার জন্য পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে।’’

বিজ্ঞপ্তিতে লেখা ছিল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দিতে চলেছে এসএসসি। আবেদনের ফি কত, জমা দেওয়ার প্রক্রিয়া, লিখিত পরীক্ষার দিনক্ষণ, কী ভাবে কাউন্সেলিং হবে, কত শূন্যপদ তার বিস্তারিত তথ্য থাকবে ওই বিজ্ঞাপনে। ওই বিজ্ঞপ্তির নীচে কমিশনের এক কর্তার সইও করা ছিল। এসএসসি-র এক কর্তা বলেন, ‘‘সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে কিছু ফোনও দফতরে এসেছে। আমরা জানিয়ে দিই যে এরকম কোনও বিজ্ঞপ্তি আমরা প্রকাশ করিনি।’’

Advertisement

এই ভুয়ো বিজ্ঞপ্তির তীব্র প্রতিবাদ করে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন, ‘‘দীর্ঘ ন’বছর শিক্ষক পদে কোনও বিজ্ঞপ্তি নেই। লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী চাতক পাখির মত বিজ্ঞপ্তির অপেক্ষায় বসে আছেন। এই অবস্থায় এই ধরনের ভুয়ো বিজ্ঞপ্তি যারা সমাজমাধ্যমে ছড়িয়েছেন, তাঁদের নিন্দা জানানোর ভাষা নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement