WBJEE

WBJEE 2022: জয়েন্টের কাউন্সেলিংয়ের দিন ঘোষণা বোর্ডের, নাম নথিভুক্ত শুক্রবার থেকেই

১৭ জুন জয়েন্টের ফল ঘোষণা হয়েছে। এবার কাউন্সেলিংয়ের দিন ক্ষণ ঘোষণা করল বোর্ড (ডব্লুবিজিইই)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ২০:১৭
Share:

জয়েন্ট পরীক্ষার ফল ঘোষণা হয়েছিল ১৭ জুন। —প্রতীকী ছবি

জয়েন্টের কাউন্সেলিংয়ের দিন ক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড (ডব্লুবিজিইই)। ১৭ জুন রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার ফল ঘোষণা হয়েছিল। এ বার যে পড়ুয়ারা কাউন্সেলিংয়ে বসতে চান, তাঁদের ২৬ অগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে ফি দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।

Advertisement

র‌্যাঙ্ক অনুযায়ী কোন ইঞ্জিনিয়ারিং কলেজে কোন বিষয় পড়ার সুযোগ পাবেন, তা কাউন্সেলিংয়ের মাধ্যমে জানা যাবে। কোন পড়ুয়া কোন বিষয় পড়তে চান, তা ৩১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করে জানাতে হবে। আসন বণ্টনের প্রথম ধাপের ফল ঘোষণা ৭ সেপ্টেম্বর। ভর্তি হতে চাইলে ৭ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট কলেজে যোগাযোগ করে টাকা জমা দিতে হবে পড়ুয়াকে। দ্বিতীয় ধাপের আসন বণ্টনের ফল ঘোষণা হবে ১৫ সেপ্টেম্বর। তার পরেও আসন বণ্টনের আরও একটি ধাপ চলবে।

চলতি বছর জয়েন্ট এন্ট্রান্সের ৪৮ দিনের মাথায় ফল প্রকাশ হয়। শীর্ষে ছিল উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। প্রথম দশের মধ্যে ছ’জন ছিলেন সিবিএসই বোর্ডের, দু’জন আইসিএসসি এবং দু’জন উচ্চ মাধ্যমিক বোর্ডের পড়ুয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement