BJP

Marichjhapi: বিজেপির তফসিলি মোর্চা মরিচঝাঁপি যাবে

মরিচঝাঁপি-কাণ্ডে অভিযোগের তির ছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের দিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ০৫:০৭
Share:

ছবি: সংগৃহীত।

মরিচঝাঁপি-কাণ্ড নবীন প্রজন্মকে জানাতে কাল, সোমবার ‘মরিচঝাঁপি চলো’ কর্মসূচির ডাক দিল রাজ্য বিজেপির তফসিলি মোর্চা। বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য শনিবার বলেন, “আশির দশক থেকেই আমরা রাজ্যে সীমিত রাজনৈতিক শক্তি নিয়ে পৃথিবীর যে কোনও ঘৃণ্য হত্যাকাণ্ডের সঙ্গে তুলনীয় মরিচঝাঁপির ঘটনা লোকজনকে জানাতে চেয়েছি। এখন আমরা রাজ্যের প্রধান বিরোধী দল। তাই এই কর্মসূচি কী ভাবে উদ্বাস্তু মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল, তা যাতে মানুষ ভুলে না যান এবং নবীন প্রজন্ম জানতে পারে, তাই আমাদের এই কর্মসূচি।”

Advertisement

মরিচঝাঁপি-কাণ্ডে অভিযোগের তির ছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের দিকে। সেই প্রেক্ষিতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করে বলেন, “যাঁরা এ সব করছেন তাঁরা ইতিহাস, ভূগোল, বাস্তবতা কিছুই জানেন না। বিজেপি নেতৃত্ব যেন মরিচঝাঁপিতেই যান। অন্য কোনও ঝাঁপিতে যেন চলে না যান।” তাঁর আরও প্রশ্ন, “আগেও তো বিজেপি কেন্দ্রীয় সরকারে ছিল। তখন এ সব প্রশ্ন তোলেনি কেন? এত দিন বাদে
মনে পড়ল কেন? সেটা কি সরে যাওয়া তফসিলি সমর্থন ফিরে পেতে?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement