সৌরভ হত্যা মামলায় রায় ঘোষণা পিছিয়ে মঙ্গলবার

সৌরভ চৌধুরি হত্যা মামলায় রায় ঘোষণা পিছিয়ে ২৯ এপ্রিল করল বারাসত জেলা আদালত। শুক্রবারই এই মামলায় ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। আজ শনিবার রায় ঘোষণা করার কথা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৬ ১৭:৪৬
Share:

সৌরভ চৌধুরি হত্যা মামলায় রায় ঘোষণা পিছিয়ে ২৯ এপ্রিল করল বারাসত জেলা আদালত। শুক্রবারই এই মামলায় ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। আজ শনিবার রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু আজ আদালতে শুনানী পর্ব শুরু হওয়ার পর থেকেই বাদানুবাদে জড়িয়ে পড়েন সরকার ও অভিযুক্ত পক্ষের আইনজীবীরা। সরকার পক্ষের আইনজীবী দাবি করে, এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম হিসাবে দেখা উচিৎ। এবং সেই কথা মাথায় রেখে তিনি অভিযুক্তদের সকলেরই সর্বোচ্চ সাজা দেওয়ার দাবি করেন। এর পরেই আদালতের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দামনপ্রসাদ বিশ্বাস বিষয়টি আরও কিছুটা ভাবনাচিন্তা করে দেখার আশ্বাস দিয়ে রায় ঘোষণা পিছিয়ে দেন। রায় ঘোষণা হবে আগামী মঙ্গলবার।

Advertisement

আরও পড়ুন: ‘আমাকে ফাঁসাল বিজেপি’, সৌরভ-হত্যায় রং রাজনীতির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement