COVID 19

Covid 19: সরকারি স্বাস্থ্যকর্মীদের করোনার তৃতীয় ঢেউ সামলানোর প্রশিক্ষণ দিচ্ছে সঞ্জীবন হাসপাতাল

রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ কোভিড রোগীদের আরও দ্রুত সুস্থতার দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ইএসআই হাসপাতালের সুপার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২১ ২০:৫৪
Share:

সঞ্জীবন হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ চলছে। নিজস্ব চিত্র।

করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে। তৃতীয় ঢেউ সামলাতে তাই রাজ্যগুলো নিজ নিজ ভাবে সব রকম প্রস্তুতি শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও সেই প্রস্তুতি শুরু হয়ে গেল উলুবেড়িয়ার ইএসআই হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ৮ জন স্বাস্থ্যকর্মীর এইচডিইউ এবং আইসিইউ প্রশিক্ষণের দায়িত্ব তুলে দিলেন ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালের হাতে।

Advertisement

রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ কোভিড রোগীদের আরও দ্রুত সুস্থতার দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ইএসআই হাসপাতালের সুপার। তিনি বলেন, “কোভিড রোগীদের চিকিৎসার স্বার্থে ইএসআই হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের এইচডিইউ-আইসিইউ প্রশিক্ষণের জন্য পাঠালাম। ৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত তাঁদের প্রশিক্ষণ দেবে সঞ্জীবন হাসপাতাল।”

যাঁদের প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন দু’জন মেডিক্যাল অফিসার, ৩ জন নার্স এবং ৩ জন জিডিএ স্টাফ মেম্বার। রাজ্য সরকার সঞ্জীবন হাসপাতালকে এই দায়িত্ব দিয়েছে। এর পিছনে সঞ্জীবন নার্সিং স্কুলেরও যথেষ্ট অবদান রয়েছে। এ বিষয়ে সঞ্জীবন হাসপাতালের ডিরেক্টর চিকিৎসক শুভাশিস মিত্র বলেন, “আমরা একটি বেসরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার উলুবেড়িয়ার ইএসআই হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের জন্য যে দায়িত্ব দিয়েছে তাতে আমরা অত্যন্ত সম্মানিত এবং কোভিড রোগীদের সুস্থ করে তোলার ব্যাপারে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠেছি। এই দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে আমরা আগ্রহী।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement