Sana Ganguly

‘সানা তো প্রাপ্তবয়স্ক, ওঁকে বলতে দিন,’ সৌরভের টুইটের জবাবে বলছে নেটদুনিয়া

সানার পোস্ট নিয়ে বুধবার যখন নেটদুনিয়া তোলপাড়, সৌরভ টুইটরে দাবি করেন, পোস্টটি মিথ্যে। তাঁর অনুরোধ ছিল, সানাকে এসব থেকে দূরে রাখার। টুইটটি শেয়ার করার পরেই আসতে থাকে পাল্টা মত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৯:২৩
Share:

সানা ও সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে গত ৪৮ ঘণ্টা ধরে জোর শোরগোল সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তন অধিনায়ক বুধবার মাঠে নামেন পরিস্থিতি সামাল দিতে। টুইটারে লেখেন, ‘‘ওঁকে এসবে জড়াবেন না, রাজনীতি বোঝার বয়স ওঁর হয়নি।’’নেটিজেনরা এদিন পাল্টা প্রশ্ন করছেন, সানার বয়েস ১৮। ভোটাধিকার রয়েছে। তবে তাঁর মত প্রকাশের স্বাধীনতা ওঁর থাকবে না কেন!

Advertisement

সানার পোস্ট নিয়ে বুধবার যখন নেটদুনিয়া তোলপাড়, সৌরভ টুইটরে দাবি করেন, পোস্টটি মিথ্যে। তাঁর অনুরোধ ছিল, সানাকে এসব থেকে দূরে রাখার। টুইটটি শেয়ার করার পরেই আসতে থাকে পাল্টা মত। জেএইউ-এর প্রাক্তনী, ছাত্রনেত্রী শীলা রশিদ টুইটারে লেখেন, ‘‘আপনার মেয়েকে নিয়ে গর্বিত হওয়া উচিত। ও সত্যি কথা বলতে শিখেছে। বয়স্ক মানুষের মতো একজন উঠতি মেয়েরও অধিকার রয়েছে নিজের মত প্রকাশ করার।’’

দেখুন সৌরভের টুইট:

Advertisement

এক টুইটারেত্তি সৌরভের টুইটের অনুরোধের সুরেবলেন, ‘‘আপনি যেমন খেলোয়াড়দের নেতা হিসেবে অবাধ স্বাধীনতা দিয়েছিলেন, সানাকেও দিন না।’’ কেউ আবার লেখেন, ‘‘এবার হয়তো দেখব, সানা টুইটরে লিখেছেন—আমার বাবাকে নোংরা রাজনীতিতে জড়াবেন না। তিনি বিভাজনের রাজনীতির কচকচি বোঝার মতো পরিণত নয়।’’

শীলা রশিদের টুইট:

আরও পড়ুন:সানার পোস্ট সত্যি নয়, দাবি সৌরভের

মঙ্গলবার মোট দু’টি স্টোরি পোস্ট করেছিলেন সানা। একটি পোস্ট ছিল দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র আন্দোলনের গতিবিধি নিয়ে। অন্য পোস্টটি ছিল খুশবন্ত সিংহের ‘দ্য এন্ড অব ইন্ডিয়া’ বইটি থেকে। সানার পোস্টটি তাঁর ইনস্টা থেকে চব্বিশ ঘণ্টার মধ্যে সরে গেলেও, স্ক্রিনশট ছড়িয়ে পড়তে থাকে সর্বত্র।

আরও পড়ুন:মুসলিম নন বলে নিশ্চিন্ত! মূর্খের স্বর্গে আছেন, পোস্ট সৌরভ-কন্যা সানার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement