PM Narendra Modi

ট্রাক্টরে জাতীয় পতাকা, প্রতিবাদের ডাক ২৬শে

রাম মন্দির উদ্বোধনের নামে সরকারি মদতে ধর্মনিরপেক্ষতাকে যে ভাবে জলাঞ্জলি দেওয়া হচ্ছে, তার বিপরীতে মানুষের মধ্যে সম্প্রীতি রক্ষার আহ্বানও জানিয়েছেন কৃষক নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ২৩:৫৫
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

আন্দোলনের চাপে কৃষি আইন প্রত্যাহার করে নিলেও নরেন্দ্র মোদীর সরকার প্রতিশ্রুতি পালন করেনি বলে অভিযোগ। এ বার ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে দেশ জুড়ে ফের প্রতিবাদের ডাক দিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। তারই অঙ্গ হিসেবে আগামী ২৬ তারিখ এ রাজ্যে জেলায় জেলায় মহকুমা ও ব্লক স্তরে জাতীয় পতাকা নিয়েই কিসান মোর্চার অন্তর্ভুক্ত বিভিন্ন কৃষক ও কৃষিমজুর সংগঠন ট্রাক্টর মিছিল ও প্রতিবাদ সভা করবে। মোর্চার দাবির মধ্যে আছে কৃষকের ফসলের দামের নিশ্চয়তা দিতে আইন, সমস্ত ধরনের ঋণমুক্তি, ১০০ দিনের কাজ চালু করা ও বকেয়া পরিশোধ। মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য শাখার তরফে অমল হালদার, কার্তিক পালেরা শুক্রবার অভিযোগ করেছেন, ১০০ দিনের বকেয়া মেটানো ও কাজ চালু করার জন্য সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিলেও কেন্দ্র ও রাজ্য সরকার পরস্পরের উপরে দোষারোপ করে গ্রামীণ, শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় কোনও পদক্ষেপ করছে না, দায়ও নিচ্ছে না। তার বিরুদ্ধেও মোর্চা সরব হবে। এ রাজ্যেও ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার জন্য আইনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার কথা বলেছে মোর্চা। অন্য দিকে, রাম মন্দির উদ্বোধনের নামে সরকারি মদতে ধর্মনিরপেক্ষতাকে যে ভাবে জলাঞ্জলি দেওয়া হচ্ছে, তার বিপরীতে মানুষের মধ্যে সম্প্রীতি রক্ষার আহ্বানও জানিয়েছেন কৃষক নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement