Sadhan Pande

Sadhan Pande: এখনও আশঙ্কাজনক সাধন পাণ্ডে, রয়েছে ফুসফুসে সংক্রমণ, ভেন্টিলেশনেই মন্ত্রী

শুক্রবার সন্ধে থেকেই অসুস্থ বোধ করেন তিনি। রাতে শ্বাসকষ্ট বাড়ায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ১৬:০৭
Share:

অসুস্থ সাধন পাণ্ডেকে নিয়ে বাড়ছে উদ্বেগ

ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী সাধন পাণ্ডে। শনিবার তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

Advertisement

আইসিসিইউতে ভেন্টিলেশনে রয়েছেন তৃণমূলের এই প্রবীণ নেতা। শুক্রবার সন্ধে থেকেই অসুস্থ বোধ করেন তিনি। রাতে শ্বাসকষ্ট বাড়ায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ভর্তির পর কোভিড পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ বলে জানান চিকিৎসকরা।

শুক্রবার এক্স রে, স্ক্যান এবং রক্ত পরীক্ষা করা হয়েছে। ওঁর চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। আজ সেই রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা শুরু হয়েছে। আপাতত শনিবার নতুন কোনও পরীক্ষার প্রয়োজন নেই বলে হাসপাতাল সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement