প্রতীকী ছবি
স্থানীয় স্তরে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কৃষিকাজ ও শ্রমনিবিড় পরিকল্পনা নেওয়া, জেলা ও ব্লক স্তরে করোনা ছাড়া অন্য রোগের চিকিৎসা সচল রাখা, বাইরে থেকে ফেরা শ্রমিকদের সরকারি কোয়রান্টিনে রাখার জন্য ব্লক ও পুর-প্রশাসন স্তরে উদ্যোগের দাবিতে লকডাউনের বিধি মেনে ময়দানে নামছে আরএসপি-র যুব সংগঠন আরওয়াইএফ। জেলাশাসক ও বিডিও-দের কাছে আগামী ১৯ মে দাবি জানাতে যাবে তারা। সংগঠনের রাজ্য সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পরিস্থিতির উন্নতি না হলে জেলা বা ব্লক এলাকায় প্রয়োজনে লকডাউন ভেঙেই দাবি আদায়ের লড়াইয়ে যাবেন তাঁরা।