প্রতীকী ছবি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একেবারে বাতিল না করে অগস্ট মাসের শেষে সংক্ষিপ্ত আকারে দু’দিনের পরীক্ষা নেওয়ার বিকল্প প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাল আরওয়াইএফ। মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে আরএসপি-র যুব সংগঠনের রাজ্য সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সব্যসাচী ভট্টাচার্যের প্রস্তাব, মাধ্যমিকে বিজ্ঞান বিষয়গুলিকে নিয়ে ১০০ এবং বাংলা, ইংরেজি-সহ বাকি বিষয় নিয়ে আরও ১০০ নম্বরের দু’টি পরীক্ষা নেওয়া হোক হোম সেন্টারে। একই ভাবে উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজি নিয়ে ১০০ এবং বিজ্ঞান, কলা বা বাণিজ্য বিভাগের বাকি বিষয় নিয়ে আরও ১০০ নম্বরের দু’টি সংক্ষিপ্ত পরীক্ষা হোক। প্রতি বিভাগের তিন ফার্স্ট চয়েস বিষয়ে ৩০ করে মোট ৯০ নম্বর এবং ১০ নম্বরের প্র্যাক্টিক্যাল ও প্রজেক্ট-এর প্রস্তাব দিয়েছে তারা। এই প্রস্তাব একেবারেই গ্রহণযোগ্য না হলে একাদশ ও স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করার বিকল্প প্রস্তাবও দিয়েছে আরওয়াইএফ।