যুবরা পথে

কর্মসংস্থানের দাবিতে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের স্বৈরাচারী মনোভাব এবং অসহিষ্ণুতার প্রতিবাদে একক ভাবেই পথে নামল আরএসপি-র যুব সংগঠন আরওয়াইএফ। সংগঠনের প্রতিষ্ঠা দিবসে শনিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছে তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৬৮ লক্ষ চাকরি দেওয়ার যে দাবি করেছেন আর বিধানসভায় সরকারের দেওয়া শূন্যপদের যে তথ্য, তা মিলছে না বলে অভিযোগ করেছেন আরওয়াইএফের রাজ্য সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, ‘‘অসত্য তথ্য যা বলা হচ্ছে, তাকে বাস্তবে পরিণত করতে ফেয়ার অ্যান্ড লাভলি-র প্রকল্প চালু করতে হবে!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ০২:৫৮
Share:

কর্মসংস্থানের দাবিতে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের স্বৈরাচারী মনোভাব এবং অসহিষ্ণুতার প্রতিবাদে একক ভাবেই পথে নামল আরএসপি-র যুব সংগঠন আরওয়াইএফ। সংগঠনের প্রতিষ্ঠা দিবসে শনিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছে তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৬৮ লক্ষ চাকরি দেওয়ার যে দাবি করেছেন আর বিধানসভায় সরকারের দেওয়া শূন্যপদের যে তথ্য, তা মিলছে না বলে অভিযোগ করেছেন আরওয়াইএফের রাজ্য সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, ‘‘অসত্য তথ্য যা বলা হচ্ছে, তাকে বাস্তবে পরিণত করতে ফেয়ার অ্যান্ড লাভলি-র প্রকল্প চালু করতে হবে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement