RSP

আরএসপি-র অবস্থান

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমা সত্ত্বেও পেট্রল, ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২০ ০৪:০৬
Share:

প্রতীকী ছবি।

গণতন্ত্র রক্ষা, পরিযায়ী শ্রমিকদের জীবিকার নিশ্চয়তা সীমান্ত সংঘর্ষ বন্ধ এবং ‘আমপান’কে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবিতে ধর্মতলায় অবস্থান কর্মসূচি নিল আরএসপি। দলের কলকাতা জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার লেনিন মূর্তির সামনে ওই অবস্থান মঞ্চে লাদাখ সীমান্তে নিহত সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আরএসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক ঘোষ, কলকাতা জেলা সম্পাদক দেবাশিস মুখোপাধ্যায়েরা সংবিধানের মৌলিক অধিকার রক্ষায় সাধারণ মানুষের সচেতন ভূমিকার ডাক দেন। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমা সত্ত্বেও পেট্রল, ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement