পাশ-ফেল ফিরবে কি,শেষ কথা রাজ্যেরই

শিক্ষা মহলের অভিযোগ, অকৃতকার্য পড়ুয়া দু’মাস পরে পরীক্ষা দিয়ে পাশ করলেও নতুন ক্লাসের শিক্ষাবর্ষে কম সময় পাবে। সে-ক্ষেত্রে তো তাদের বঞ্চিত করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ০৬:০৩
Share:

প্রতীকী ছবি।

পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফেরানো হলেও তার প্রয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতার এক অনুষ্ঠানে এ কথা জানান কেন্দ্রীয় স্কুলশিক্ষা সচিব অনিল স্বরূপ।

Advertisement

গত শনিবার কলকাতায় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছিলেন, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পরীক্ষা নেওয়া হবে। সেখানে পড়ুয়ারা ফেল করলে দু’মাস পরে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে। তাতেও পাশ না-করলে ওই ক্লাসেই রেখে দেওয়া হবে। এ বিষয়ে লোকসভার বাদল অধিবেশনে শিক্ষার অধিকার আইনের সংশোধনী পেশ করা হবে বলে জানান তিনি। এ দিন অনিল অবশ্য বলেন, ‘‘আইন সংশোধন করা হলেও সেটা প্রয়োগ হবে কি না বা কী ভাবে হবে, সেটা ঠিক করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার।’’ বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্যের উপরেই চাপাল কেন্দ্র।

আরও পড়ুন:বায়ুসেনার নিশানায় ছিলেন মুশারফরা

Advertisement

শিক্ষা মহলের অভিযোগ, অকৃতকার্য পড়ুয়া দু’মাস পরে পরীক্ষা দিয়ে পাশ করলেও নতুন ক্লাসের শিক্ষাবর্ষে কম সময় পাবে। সে-ক্ষেত্রে তো তাদের বঞ্চিত করা হবে। এ দিন অ্যাসোচেমের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্কুলশিক্ষা সচিব অবশ্য সাফ জানিয়ে দেন, এত কিছু ভাবতে গেলে পাশ-ফেল চালু করাই যাবে না। আইন বলবৎ হলে সব কিছু যে-হেতু রাজ্যের উপরে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাই এ বিষয়ে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পড়ুয়াদের শিক্ষা ঠিকমতো হচ্ছে কি না, তা জানতে অক্টোবরে দেশ জুড়ে বাছাই করা স্কুলের প্রায় ৩০ লক্ষ পড়ুয়ার সার্বিক মূল্যায়নও হবে বলে জানান তিনি।

অনিল জানান, পঠনপাঠনেও আমূল সংস্কারের পরিকল্পনা রয়েছে। যে-সব অঙ্গনওয়াড়ি স্কুলের পরিকাঠামো খারাপ, সেগুলিকে কাছাকাছি কোনও প্রাথমিক স্কুলে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দেওয়া হয়েছে। শিক্ষকদের কাজে ফাঁকি দেওয়ার বিষয়ে খানিকটা রাজ্য সরকারের সুরেই কেন্দ্রীয় স্কুলশিক্ষা সচিব বলেন, ‘‘২৫ থেকে ২৮ শতাংশ শিক্ষক স্কুলে না-গিয়েই বেতন পান। এটা আর কোনও মতেই বরদাস্ত করা হবে না।’’

শিক্ষকদের প্রশিক্ষণের কলেজ সম্পর্কে কেন্দ্রীয় স্কুলশিক্ষা সচিব বলেন, ‘‘বিএড কলেজের মূল্যায়ন করা হবে। মূল্যায়নের নিরিখে মান অনুযায়ী দেওয়া হবে তারকা চিহ্ন। পাঁচ তারকা পাওয়া বিএড কলেজকে স্বশাসনের অধিকার দেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement