বর্ষীয়ান তৃণমূল বিধায়ক তাপস রায়। ফাইল চিত্র।
গাওস্করের মতোই সময়ে অবসর নিতে হয়। আবারও নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তি দিলেন বর্ষীয়ান তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে রবিবার। সেই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। ভাইরাল হওয়া ভিডিয়োতে যে তাঁরই বক্তব্য রয়েছে, সে কথা মেনে নিয়েছেন তাপস। ওই ভিডিয়োতে প্রাক্তন মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমাকে ধরে রাখা খুব কঠিন। সময় এলেই দলকে জানিয়ে দেব, যে আর রাজনীতি করতে চাই না।’’ তাঁর এমন মন্তব্য নিয়ে জোর বির্তকের জেরে তাঁকে সোমবারও প্রশ্নের মুখে পড়তে হয়।
সেই প্রশ্নের জবাবে বরাহনগরের বিধায়ক বলেন, ‘‘আমি যেটা বিশ্বাস করি সেটাই বলেছি। সবক্ষেত্রে বয়সের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। আমার মনে হয়, এবং আমি তা পালন করব।’’ তিনি আরও বলেন, ‘‘শরীর যদি সায় না দেয়, মস্তিষ্ক যদি সচল না থাকে। তাহলে পরে জনপ্রতিনিধিত্বের কাজ বা সংগঠনের কাজ করতে পারব কি?’’
তাপসের দাবি, তিনি এই কথা গত দেড় বছর ধরেই বলে আসছেন। ২০২১ সালের বিধানসভা ভোটের আগেই তিনি নিজের এমন মতামত ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন। তিনি বলেন, ‘‘গাওস্করের তুলনা দিয়ে বলি।উনি আমার খুবই প্রিয় খেলোয়াড়। যখন ওঁর হাতে পাঁচ-ছ’টা সেঞ্চুরি, তখন ব্যাট দোলাতে দোলাতে চলে গেলেন। কাউকে কিছু বলার সুযোগ দিল না। বরং নিজেই পরের খেলোয়াড়কে সুযোগ করে দিয়ে চলে গেলেন। তাঁর থেকেও তো আমাদের কিছু শেখার আছে!’’