প্রতীকী ছবি।
অতিমারি বিদায়ের পথ ধরায় বেশ কিছু বিশ্ববিদ্যালয় আসন্ন সিমেস্টার পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই। কিন্তু রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সিমেস্টার পরীক্ষা অনলাইনে নেওয়ার দাবি উঠছে। অনলাইন না অফলাইন, কী ভাবে তা নেওয়া হবে, সেই বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির হাতেই ছেড়ে দিল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। উপাচার্যদের চিঠি লিখে উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে সিদ্ধান্ত নিন কর্তৃপক্ষই। শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপি অবশ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আর্জি জানিয়েছে, আসন্ন সিমেস্টারের পরীক্ষা নেওয়া হোক অনলাইনেই।
অনেক বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষার বিষয়ে তারা খুব দ্রুত সিদ্ধান্ত নেবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানান, শুধু সিদ্ধান্ত নয়, অফলাইনে পরীক্ষা শুরুও হয়ে গিয়েছে তাঁর প্রতিষ্ঠানে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) আশিস চট্টোপাধ্যায় জানান, আগামী সপ্তাহে তাঁরা বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন। আর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার শুক্রবার বলেন, ‘‘বিভাগীয় শিক্ষা বিষয়ক কমিটিগুলি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’’ তবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ইতিমধ্যে অনেক বিভাগই অফলাইন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তাঁদের সব পরীক্ষাই অফলাইনে নেওয়া হবে বলে জানান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা। পুরুলিয়া সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর বলেছেন, পড়ুয়ারা যাতে ক্লাস করার বেশি সময় পান, তাই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা অনলাইন না অফলাইন কোন মোডে নেওয়া হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী সপ্তাহে। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় জানান, তাঁদের পরীক্ষা অফলাইনে নেওয়ারই সিদ্ধান্ত হয়েছে। রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা এই বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন। সোমাদেবী ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়েরও ভারপ্রাপ্ত উপাচার্য। আজ, শনিবার ওই বিশ্ববিদ্যালয়ে সিমেস্টার পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার পড়ুয়ারা বেশ কিছু দিন ধরেই আন্দোলন চালাচ্ছেন। এ দিন রবীন্দ্রভারতীর সল্টলেক ক্যাম্পাসের সামনে বিক্ষোভ হয়। ছাত্রছাত্রীদের অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে এক ছাত্রী আহত হন। তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী এ দিন জানান, এই সিমেস্টার পরীক্ষা-সহ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাই অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।