Coronavirus in North Bengal

ছন্দোবন্ধন না ছন্দপতন? উত্তরের সন্ধানে

লকডাউনের ছ’মাস পরে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন।  এই সময়ে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গের সামগ্রিক ছবিটা কেমন, নজর রাখল আনন্দবাজার লকডাউনের ছ’মাস পরে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন।

Advertisement
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৪:৩৬
Share:

সফরে: বিমানবন্দর থেকে উত্তরকন্যায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার। ছবি: স্বরূপ সরকার

পরিযায়ী

Advertisement

লকডাউনের শুরুতে অনেক কষ্ট সয়ে তাঁরা ঘরে ফিরেছেন। এখন—

• রাজ্যে তাঁদের জন্য আছে শুধু একশো দিনের কাজ, যাতে মজুরি তুলনায় কম

Advertisement

• অনেকে মালিকের ডাকে সাড়া দিয়ে তাই ফিরছেন, করোনার আশঙ্কা সত্ত্বেও

• যাঁরা থাকছেন, তাঁরা অনেকে পেশা বদল করেছেন

কোভিড পরিকাঠামো

• এখনও সব জেলায় পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার, শয্যা, আইসিইউ-এর শয্যা, ভেন্টিলেশনের ব্যবস্থা নেই

• রোগীর চাপ সব থেকে বেশি পড়ছে শিলিগুড়িতে

• শিলিগুড়ির একটি কোভিড হাসপাতালের দায়িত্ব নার্সিংহোম কর্তৃপক্ষের হাতে চলে যাওয়ায় সরকারি পরিষেবা আরও কমেছে

• লালারস পরীক্ষায় এখনও পিছিয়ে কয়েকটি জেলা

চা বাগান

• পাহাড়, সমতলে ২০% বোনাস ঘোষণা হয়ে গিয়েছে। অন্যান্য সমস্যা মিটে খুলেছে কয়েকটি বাগানও। কিন্তু এখনও বেশ কিছু বাগান বন্ধ

রাস্তাঘাট

• উত্তরবঙ্গে জাতীয় এবং রাজ্য সড়কের অবস্থা বেহাল। গ্রামীণ রাস্তাও বর্ষায় ভেঙেছে। সে সব সারাইয়ে ব্যবস্থা নিতে হবে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় রাখতে হবে

পর্যটন

• এই শিল্পকে চাঙ্গা করত রাজ্য কিছু ছাড় ও অনুদানের কথা ঘোষণা করেছে। তবে পুজোর সময় থেকে পর্যটন শিল্প খুলতে গেলে স্বাস্থ্যবিধি মানা জরুরি। সে ক্ষেত্রেও লাগবে প্রশাসনের সহায়তা

পাহাড়ে আন্দোলন

• অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে এখন কাজ বন্ধ পাহাড়ে। বিনয়-অনীতরা রাজ্যকে দায়িত্ব নিতে বলছেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement