Saqib Mahmood

সমস্যায় ইংল্যান্ড, ভারতের ভিসা পেলেন না পাক বংশোদ্ভূত পেসার সাকিব, বাতিল বিমানের টিকিট

ভারতে আসার ভিসা পাননি পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ। এই পরিস্থিতিতে তাঁর বিমানের টিকিট বাতিল করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৯:০২
Share:

সাকিব মাহমুদ। —ফাইল চিত্র।

ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলতে আসার কথা ছিল সাকিব মাহমুদের। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের এই পেসার ভারতে আসার ভিসা এখনও পাননি। এই পরিস্থিতিতে তাঁর বিমানের টিকিট বাতিল করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

Advertisement

জানা গিয়েছে, সাকিবের পাসপোর্ট এখনও ভারতীয় দূতাবাসে রয়েছে। সাকিব ইংল্যান্ডেই রয়েছেন। ভারতে আসার আগে সংযুক্ত আরব আমিরশাহিতে পেসারদের একটি শিবির করেছে ইংল্যান্ড। সেখানে রয়েছেন জোফ্রা আর্চার, ব্রাইডন কার্স, মার্ক উডেরা। মেন্টর জেমস অ্যান্ডারসন তাঁদের অনুশীলন করাচ্ছেন। সেখানে যেতে পারেননি সাকিব।

ভারতে ২২ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ় শুরু ইংল্যান্ডের। তার আগে ১৭ জানুয়ারি তাদের ভারতে আসার কথা। সাকিব এখনও ভিসার জন্য অপেক্ষা করছেন। তবে তা পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। তার ফলেই তাঁর বিমানের টিকিট বাতিল করা হয়েছে। এই বিষয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড কোনও মন্তব্য করেনি।

Advertisement

তবে এই প্রথম নয়। গত বছর ল্যাঙ্কাশায়ারের হয়ে ভারতে খেলতে আসারও ভিসা পাননি সাকিব। তার আগে ২০১৯ সালে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ভারতে আসার আবেদন করেছিলেন তিনি। তখনও তাঁর ভিসা মঞ্জুর হয়নি। সেই সময় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চিফ এগ্‌জ়িকিউটিভ টম হ্যারিসন জানিয়েছিলেন, তাঁরা সাকিবের ভিসা মঞ্জুর হওয়ার সব রকম চেষ্টা করেছেন। কিন্তু রাজনৈতিক কারণে ভিসা দেওয়া হয়নি। সেই ঘটনা আরও এক বার ঘটল।

ভারতের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড। ২২ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে। ২৫ জানুয়ারি চেন্নাই, ২৮ জানুয়ারি রাজকোট, ৩১ জানুয়ারি পুণে ও ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে হবে পরের চারটি ম্যাচ। ভারতে সিরিজ় শেষে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে চলে যাবে ইংল্যান্ড দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement